1.লাগামছাড়া জ্বালানির দাম, ভাড়া না বাড়ালে ঘুরবে না বাসের চাকা
বেসরকারি বাস মালিক সংগঠনগুলি সাফ জানিয়ে দিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হলেও ভাড়া না বাড়লে পথে বাস নামানো হবে না ।
2.আলাপন-সংঘাতে কেন্দ্রকে জবাব দিল রাজ্য
রাজ্যের তরফে চিঠি দিলেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী ৷ অন্য দিকে শোকজ়ের জবাব দিলেন আলাপন বন্দ্যোপাধ্যায় ৷
3.রাজ্যে অনেকটাই কমল দৈনিক মৃত্যু, কলকাতায় সংক্রমণ নামল হাজারের নিচে
গত 24 ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন 8 হাজার 811 জন ৷ একদিনে রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে 105 জনের ৷ গতকাল এই সংখ্যাটা ছিল 135 ৷ গত 24 ঘণ্টায় করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন 16 হাজার 938 জন ৷ রাজ্যে বর্তমানে সুস্থতার হার 94.46 শতাংশ ৷ এদিন নমুনা পরীক্ষা হয়েছে 74 হাজার 568 জনের ৷
4.আরামবাগে ভোট পরবর্তী পরিস্থিতি খতিয়ে দেখলেন বর্ধমান রেঞ্জের স্পেশাল আইজি
ভোট-পরবর্তী অশান্তি খতিয়ে দেখতে আরামবাগের হিয়াতপুর, চন্দ্রবান সহ পার্শ্ববর্তী বেশ কয়েকটি এলাকা ঘুরে দেখল পুলিশের পর্যবেক্ষক দল । যদিও এই বিষয়ে পুলিশের উচ্চপদস্থ কর্তারা সংবাদমাধ্যমের ক্যামেরার সামনে কোনও কিছুই বলতে রাজি হননি । তবে এলাকার মহিলারা জানিয়েছেন, পুলিশ তাঁদের সঙ্গে এসে কথা বলেছে । ভোটের ফল ঘোষণার পর কার্যত পুরুষশূন্য গ্রাম । আতঙ্কে কোনওরকমে দিন কাটছে তাঁদের । তাঁরা পুলিশকে সব বিষয়টি বলেছেন । এলাকায় তাঁরা শান্তি চান ।
5.যশে ক্ষতিগ্রস্ত এলাকাগুলি পরিদর্শনে দু'দিনের জেলা সফরে কৃষিমন্ত্রী শোভনদেব
আমফানে ক্ষতিগ্রস্তদের তাঁদের প্রাপ্য ত্রাণ না দেওয়ার অভিযোগ উঠেছিল সরকারের বিরুদ্ধে ৷ এবার যশে ক্ষতিগ্রস্তদের ক্ষেত্রে সেই এক ঘটনা যাতে না হয়, তার জন্য বারেবারে রাজ্যের বিভিন্ন ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলির পরিস্থিতি দেখতে যাচ্ছেন রাজ্যের উচ্চআধিকারিকেরা ৷ গতকাল পূর্ব মেদিনীপুরের বেশকিছু এলাকা ঘুরে দেখলেন কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় ৷ পূর্ব মেদিনীপুরে দু'দিনের সফরে আজ তাঁর দিঘায় যাওয়ার কথা ৷