1.করোনা নিয়ে আজ দিনভর দফায় দফায় বৈঠক মোদির
করোনার দ্বিতীয় ঢেউয়ে ভারতের বেশ কিছু অংশ কার্যত বেসামাল ৷ এই পরিস্থিতিতে করোনা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করার জন্য বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ শুক্রবার সকাল থেকে দফায় দফায় এই নিয়ে বৈঠক করবেন তিনি ৷
2.মহারাষ্ট্রের কোভিড হাসপাতালে আগুন, মৃত 13
আজ ভোরবেলা ওই হাসপাতালে আগুন লাগে ৷ ইতিমধ্যে হাসপাতালের অন্যান্য রোগীদের অন্য হাসপাতালে স্থানান্তরিত করার কাজ শুরু হয়েছে ৷
3.শশীর টুইটে 'মৃত্যু' সুমিত্রার, বিভ্রান্তি কাটালেন কৈলাস
বিজেপি সূত্রে জানা গিয়েছে, সুস্থ আছেন লোকসভার প্রাক্তন স্পিকার সুমিত্রা মহাজন ৷ তবে, ইন্দোরের একটি হাসপাতালে চিকিৎসা চলছে তাঁর । সাধারণ জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হন । যদিও বৃহস্পতিবার সুমিত্রার করোনা পরীক্ষা করা হয় । সেই রিপোর্ট নেগেটিভ আসে ।
4.বঙ্গ-জয়ের আত্মবিশ্বাস নাকি তৃণমূল গড়ে পরের দু’দফার ভোট বলেই ভার্চুয়াল হলেন মোদি
বঙ্গ-ভোটের ষষ্ঠ দফা শেষ হল বৃহস্পতিবার ৷ হাতে আর মাত্র দুই দফা ৷ নির্বাচন হবে 69টি আসনে ৷ যদিও ভোট বাকি 71টি আসনে ৷ কিন্তু প্রার্থীদের প্রয়াণের কারণে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ ও জঙ্গিপুরে ভোট 16 মে ৷
5.করোনা আক্রান্ত খগেন মুর্মু, সংক্রমিত ইংরেজবাজারের বিজেপি প্রার্থীও
বিজেপির তরফে জানানো হয়, যেহেতু পুরাতন মালদায় নির্বাচনী সভা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (যা বাতিল হয়েছে) ৷ সেই কারণেই যাঁরা মঞ্চে থাকবেন, তাঁদের 72 ঘণ্টা আগে করোনা পরীক্ষা করানো হয় ৷ এরপরই জানা যায় খগেন মুর্মু ও শ্রীরূপা মিত্র চৌধুরীর করোনা আক্রান্ত ।