1.তৃণমূলের আগেই মাঝরাতে নন্দীগ্রামে শহিদ স্মরণ শুভেন্দুর
প্রতি বছর আসতেন ভোরে । এবার এলেন মধ্যরাতে । তৃণমূল নেতাদের আগেই নন্দীগ্রামের সোনাচূড়ায় শহিদ বেদিতে শ্রদ্ধা জানালেন শুভেন্দু অধিকারী ।
2.অ্যামেরিকার ক্যাপিটল বিল্ডিংয়ে ট্রাম্প সমর্থকদের তাণ্ডব, মৃত 1
ভোটে কারচুপি হয়েছে বলে আগে থেকেই অভিযোগ তুলছিল রিপাবলিকানরা । আজ আবারও সেই একই দাবিতে অ্যামেরিকার ক্যাপিটল বিল্ডিংয়ের বাইরে ভিড় জমাতে থাকেন ট্রাম্প সমর্থকরা । দফায় দফায় পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় বিক্ষোভকারীদের । ব্যারিকেড ভেঙে ভিতরে ঢুকে পড়েন ট্রাম্পের সমর্থকরা । রীতিমতো চলে তাণ্ডব ।
3.পার্থ, সুব্রত, ফিরহাদদের মধ্যে জেলার দায়িত্ব বণ্টন মমতার
দল ছেড়েছেন শুভেন্দু অধিকারী সহ অনেকেই । আবারে অনেকেই বেসুরো । গোষ্ঠীদ্বন্দ্বও প্রকাশ্যে এসেছে কয়েকটি জায়গায় । এরই মাঝে দলের কয়েকজন শীর্ষ নেতার মধ্যে কয়েকটি জেলার দায়িত্ব ভাগ করে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।
4.রাজ্যপালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ মুখ্যমন্ত্রীর
রাজ্যপাল ও রাজ্যের মধ্যে সংঘাতের আবহেই আজ রাজভবনে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেখানে রাজ্যপালের সঙ্গে বৈঠকে বসেন তিনি। তবে কী নিয়ে আলোচনা তা এখনও জানা যায়নি।
5.কোরোনা ভাইরাসকে শেষ করব, তৃণমূলকেও শেষ করব : দিলীপ ঘোষ
"কোরোনা ভাইরাসকে শেষ করব । তৃণমূলকেও শেষ করব।" পুরুলিয়ার ঝালদায় জনসভায় বললেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। একইসঙ্গে সংখ্যালঘুরাও বিজেপির সঙ্গে আছে বলে দাবি করেন তিনি । বলেন, "গরিবদের জন্য যত কেন্দ্রীয় প্রকল্প হয়েছে প্রতিটিরই সুবিধা ও সুফল পেয়েছে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন। এটা বাংলাতেও শুরু হয়ে গেছে।
6.সাংগঠনিক বৈঠকে প্রকাশ্যে অন্তর্দ্বন্দ্ব, জলপাইগুড়ির নেতৃত্বকে একসঙ্গে চলার বার্তা অভিষেকের
তৃণমূলের জলপাইগুড়ি জেলা সভাপতি কিষাণকুমার কল্যাণীর সঙ্গে মোহন বোসের সম্পর্কের তিক্ততা আরও একবার প্রকাশ্যে এল । এবার একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সাংগঠনিক বৈঠক শেষে বেরিয়ে মোহনবাবু স্পষ্ট বলে দিলেন, "আমি জেলা সভাপতির সঙ্গে কাজ করব না বলে দিয়েছি ।"
7.শোভনের সঙ্গে "সৌজন্য সাক্ষাৎ", "শাস্তি" মানতে রাজি তৃণমূল বিধায়ক
দীর্ঘদিন ধরে তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছিলেন দীপক হালদার। একাধিকবার পুলিশ ও প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে সরবও হয়েছেন সোশাল মিডিয়ায়। সম্প্রতি তাঁর সঙ্গে দলের দলের দূরত্ব ক্রমশ বাড়তে শুরু করেছে।
8.ব্রাইটের দুরন্ত গোল দাম পেল না রক্ষণের ভুলে, ড্র করল ইস্টবেঙ্গল
জিতে বছর শুরু করলেও ফের ড্র লাল হলুদ শিবিরের । 9 ম্যাচের পর 7 পয়েন্ট নিয়ে 9 নম্বরে এসসি ইস্টবেঙ্গল । দ্বিতীয়ার্ধে শুরুর দশ মিনিটের মধ্যে লাল কার্ড দেখেন ড্যানি ফক্স । অ্যালেকজান্ডার রোমারিও কে ফাউল করার জন্য রেফারি তাকে লাল কার্ড দেখান ।
9.সিডনি টেস্টে বিরাটের কোচের বাজি রোহিত
" রোহিত শর্মা আসায় দলের মনোবল অনেকটাই বেড়ে গেছে , রোহিত মহান খেলোয়াড় । রোহিতের মত কেউ হুক বা পুল শট খেলতে পারে না । নতুন বলে বলিয়ান অস্ট্রেলিয়ান বোলারদের বিরুদ্ধে জোরালো প্রত্যাঘাত করতে পারে রোহিত । " বলেন রাজকুমার ।
10.ব্যক্তিগত জীবনে উঁকি, ফটোগ্রাফারের বিরুদ্ধে বেজায় চটলেন অনুষ্কা
সোশাল মিডিয়ায় এক চিত্রগ্রাহকের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন অনুষ্কা শর্মা ৷ বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা, বর্তমানে ভারতের অন্যতম জনপ্রিয় দম্পতি ৷ সোশাল মিডিয়ায় প্রায় দেখা যায় এই দম্পতিকে ৷ কিন্তু অনুমতি ছাড়া তাঁদের একান্তে সময় কাটানোর ছবি সোশাল মিডিয়ায় প্রকাশ হতেই বিরক্ত অনুষ্কা ৷ সোশাল মিডিয়ায় ক্ষোভ উগড়ে দিলেন তিনি ৷