পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

টপ নিউজ় @ সকাল 9 টা

রাজ্য, দেশ, বিদেশ, খেলাধুলা ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

Top news
টপ নিউজ়

By

Published : Dec 10, 2020, 9:06 AM IST

1. গভীর রাতে জ্ঞান ফিরলেও ভেন্টিলেটর সাপোর্টে বুদ্ধদেব

সিওপি়ডি (ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজ়িজ়)-এর সমস্যায় ভুগছেন বুদ্ধদেব ভট্টাচার্য। বুধবার হাসপাতালে ভরতি করানোর পরে বুদ্ধদেব ভট্টাচার্যের কোভিড 19 টেস্ট করানো হয়। তবে, টেস্টের রিপোর্ট নেগেটিভ। শেষ খবর পাওয়া পর্যন্ত, প্রাক্তন মুখ্যমন্ত্রীর চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডে 7জন চিকিৎসক রয়েছেন।

2. নজরে ভবানীপুর বিধানসভা, বিজেপির নির্বাচন কমিটির সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক নাড্ডার

বাংলাকে পাখির চোখ করলেও বিজেপির মূল নজর রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবানীপুর বিধানসভা কেন্দ্র । আজ বিজেপির সর্বভারতীয় সভাপতির সফরে তা আবারও স্পষ্ট হল । অন্যান্য কর্মসূচির পাশাপাশি ভবানীপুরের ৭২ নম্বর ওয়ার্ডের গিরিশ মুখোপাধ্যায় রোডের বুথ এলাকার বহু বাড়ির মানুষের সঙ্গে দেখা করেন জেপি নাড্ডা । তাঁদের অভাব অভিযোগ শোনেন ।

3. আজ তৃণমূল সরকারের 10 বছরের রিপোর্ট কার্ড প্রকাশ

নতুন বছরের প্রাক্কালে এই রিপোর্ট কার্ড রাজ্যের প্রতিটি বাড়িতে পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে তৃণমূল নেতৃত্ব ।

4. নাড্ডার প্রচারের পর আজ ভবানীপুরে পাল্টা জনসংযোগ মমতার

সম্প্রতি কলকাতায় এসে কার্যত তৃণমূল নেতাদের বিরুদ্ধে প্রচারে ঝড় তুলেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। তৃণমূলের বিরুদ্ধে একাধিক অভিযোগ ছাপা লিফলেট বিলি করেছেন তিনি ভবানীপুর কেন্দ্রের 72 নম্বর ওয়ার্ডের খোদ গিরিশ মুখার্জি রোডে। নিজের কেন্দ্রে পাল্টা প্রচারে আজ মমতা বন্দ্যোপাধ্যায় ।

5. মুখ্যমন্ত্রী ফিরে যেতেই বিজেপির কর্মীদের উপরে হামলার অভিযোগ , পালটা দাবি তৃণমূলের

বনগাঁ পৌরসভার প্রাক্তন কাউন্সিলর বিজেপি নেত্রী সুমঞ্জনা তাঁর অনুগামীদের নিয়ে গতকাল বিকালে 'সম্পর্ক যাত্রা'-য় বেরিয়েছিলেন । অভিযোগ, বাটা মোড়ে পৌঁছাতেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা আচমকা তাঁদের আক্রমণ করে । অন্যদিকে , বিজেপির বিরুদ্ধে পালটা আক্রমণের অভিযোগ আনে তৃণমূল ।

6. মার্গারেটের পর শেক্সপিয়র, কোরোনার টিকা ইতিহাসের পাতায়

ব্রিটিশ সরকারের তরফে বলা হয়েছিল, এই সপ্তাহ থেকে টিকাকরণ কর্মসূচি শুরু করা হবে । তবে এই কর্মসূচি হবে অগ্রাধিকারের ভিত্তিতে । সেই মতো প্রথম টিকা নিয়েছিলেন নব্বই বছরের মার্গারেট কিনান । আর তারপরই উইলিয়াম শেক্সপিয়র । শেক্সপিয়র অবশ্যই প্রথম পুরুষ । শেষ খবর পাওয়া পর্যন্ত বেশ ভালোই আছেন 84 বছরের ওই "যুবক" ।

7.প্রয়াত বাবুল সুপ্রিয়র মা সুমিত্রা বড়াল

কয়েকদিন আগেই সোশাল মিডিয়াতে বাবুল জানান, তাঁর মা অসুস্থ, মায়ের অসুস্থতা নিয়ে খুব উদ্বিগ্ন তিনি। জানা গিয়েছে, কোভিড আক্রান্ত হয়েছিলেন সুমিত্রা দেবী। তবে চিকিৎসা চলাকালীন কোভিড নেগেটিভও হন।

8. শাড়ি-সামারসল্টে মাত নেটদুনিয়া, কী চাইছেন মিলি?

পাঁচ সদস্যের পরিবারে নুন আনতে পান্তা ফুরায় অবস্থা ৷ মিলির বাবা নকুলবাবু গাড়ি চালিয়ে সংসার চালান ৷ কিন্তু এত প্রতিকূলতাও মিলিকে থামিয়ে রাখতে পারেনি ৷ কোনও নির্দিষ্ট প্রশিক্ষণ ছাড়াই ঘরের মধ্যেই যোগব্যায়াম অনুশীলন করেন ৷ 2018 সালে মহারাষ্ট্রের এক সর্বভারতীয় যোগা প্রতিযোগিতায় স্বর্ণ পদক জয় করেন মিলি ৷

9. পালটাতে চলেছে সোনুর ক্যারিয়ার

ব্যক্তিগত জীবনের সঙ্গে এবার এবার সোনু সুদের ক্যারিয়ারেও এক বদল আসতে চলেছে । এতদিন তিনি যে ধরনের চরিত্রে অভিনয় করতেন, এখন তার থেকে অনেক আলাদা ধরনের রোল অফার করা হচ্ছে তাঁকে । অভিনেতা নিজেই একথা জানালেন IANS-কে ।

10. শাহবাজের দাপুটে পারফরম্যান্স, চ্যাম্পিয়ন তপন মেমোরিয়াল

সবুজ মেরুনের বোলিং আক্রমণের সামনে তপন মেমোরিয়ালের শুরুটা মোটেই ভালো হয়নি । তবে কাইফ আহমেদ ও শাহবাজ আহমেদ-এর জুটি শেষপর্যন্ত ম্যাচ বের করে আনে ।

ABOUT THE AUTHOR

...view details