1.কাটল না জট, 5 দিন ধরে রাজ্যজুড়ে নারদ-নারদ
পাঁচ দিন ধরে নারদ নারদ চলছে রাজ্যজুড়ে ৷ সিবিআই চার হেভিওয়েট নেতা-মন্ত্রীকে গ্রেফতার করার পর থেকে বদলে গিয়েছে রাজনীতির রং ৷ হাইকোর্টে রোজ চলছে জোর সওয়াল-জবাব ৷ তবে এখনও মামলার নিষ্পত্তি হয়নি ৷ জামিন নিয়ে বিচারপতিরা দ্বিমত পোষণ করায় আপাতত গৃহবন্দি চার হেভিওয়েট নেতা ৷ একনজরে দেখে নেব এই পাঁচ দিনের টানাপোড়েন ৷
2. ভবানীপুরের বিধায়ক পদে ইস্তফা দিলেন শোভনদেব
ভবানীপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন তৃণমূলের বর্ষীয়ান নেতা শোভনদেব চট্টোপাধ্যায় । বিধানসভা নির্বাচনে তিনি ভবানীপুর কেন্দ্র থেকে দাঁড়িয়েছিলেন । আর নন্দীগ্রাম থেকে শুভেন্দু অধিকারীর বিপরীতে দাঁড়িয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।
3. জামিন নিয়ে দ্বিধাবিভক্ত বিচারপতিরা, 4 হেভিওয়েটকে গৃহবন্দি রাখার নির্দেশ
4 হেভিওয়েটের জামিন নিয়ে দ্বিধাবিভক্ত কলকাতা হাইকোর্টের দুই বিচারপতি । আপাতত নারদ কাণ্ডে ধৃত চার হেভিওয়েট নেতা ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়ের গৃহবন্দি রাখার নির্দেশ দিয়েছেন তাঁরা ।
4. লাইভ : গৃহবন্দি থেকে ভার্চুয়ালি প্রশাসনিক কাজ করতে পারবেন নেতা-মন্ত্রীরা
গৃহবন্দি থাকাকালীন প্রশাসনিক কাজ করতে পারবেন নেতা মন্ত্রীরা ৷ ভার্চুয়ালি কাজ করতে হবে ৷
5. এবার হোয়াইট ফাংগাস; সংক্রমণ ছড়াতে পারে মস্তিস্ক থেকে শরীরের যে কোনও জায়গায়
হোয়াইট ফাংগাসের উপসর্গ আর করোনার উপসর্গ প্রায় একইধরনের ৷ সিটি স্ক্যান বা এক্স রে করালে সংক্রমণ ধরা পড়ে ৷ এটি শুধুমাত্র ফুসফুসেই নয়, শরীরের বাকি অংশেও সংক্রমিত হতে পারে ৷ নখ, ত্বক, পাকস্থলী, কিডনি, মস্তিস্ক, মুখ ও গোপনাঙ্গে হোয়াইট ফাংগাসের সংক্রমণ ছড়াতে পারে ৷