পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

টপ নিউজ় @ দুপুর 1 টা

রাজ্য , দেশ , বিদেশ , খেলাধুলা ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

top news @ 1pm
top news @ 1pm

By

Published : Jan 8, 2021, 1:00 PM IST

1.কংগ্রেসের অনুমোদনে বাইডেনের জয় নিশ্চিত, শেষমেশ পরাজয় স্বীকার ট্রাম্পের

গোলাগুলি, হিংসার পর অবশেষে হার মানলেন ট্রাম্প । ব্যর্থ হল 2020-র প্রেসিডেন্সিয়াল নির্বাচনের ফলাফলকে উলটে দেওয়ার উদ্দেশে রিপাবলিকানদের সমস্ত প্রচেষ্টা । হিংসার পর পিছু হটার বার্তা দিলেন বিদায়ি প্রেসিডেন্ট । মেনে নিলেন কংগ্রেসের সিদ্ধান্ত । হিংসার আবহেই শেষ হল অ্যামেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের আনুষ্ঠানিকতা পর্ব ৷

2.গলায় রবীন্দ্রসংগীত, হাতে পোস্টার নিয়ে পদযাত্রা বিশ্বভারতীতে

আশ্রম এলাকাজুড়ে রবীন্দ্রসঙ্গীত গাইতে গাইতে পদযাত্রা করছেন তাঁরা । হাতে প্রতিবাদী ব্যানার পোস্টার নিয়ে । বিশ্বভারতীর প্রাক্তন বর্তমান ছাত্র-ছাত্রী আশ্রমিকরা অংশ নিয়েছেন এই পদযাত্রায় ।

3.তোলাবাজ ভাইপোকে বলতে হবে বিনয়ের সঙ্গে সম্পর্ক কী : শুভেন্দু

খুব বড় বড় কথা বলছেন তোলাবাজ ভাইপো । বলছেন, তোলাবাজরা সব বিজেপিতে গিয়েছে । তাহলে আপনার বিনয় মিশ্র এখন কোথায় ? বলতে হবে তো তোলাবাজ ভাইপোকে- বিনয় মিশ্রর সাথে তোমার সম্পর্ক কী ? বলছেন না কেন ? আজ এই ভাষাতেই নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একহাত নিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ৷

4.গণতন্ত্রের ঐতিহ্য, শক্তিশালী ভারতের মূর্ত প্রতীক

1927 সালে তৈরি করা হয় সংসদ ভবন । আজ পর্যন্ত বহু ঘটনার সাক্ষী এই সংসদ ভবন ৷ গণতন্ত্রের ঐতিহ্যবাহী এক কাঠামো হিসাবে এই ভবন আজও গর্বের সঙ্গে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে ।

5."আপনাকে খুনের ষড়যন্ত্র হচ্ছে", সতর্ক করে ওড়িশার মুখ্যমন্ত্রীকে চিঠি

ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পটনায়ককে খুনের চক্রান্ত করা হচ্ছে । এমনই জানিয়ে আজ তাঁর "নবীন নিবাস" বাসভবনে একটি নামহীন চিঠি আসে । চিঠিতে তাঁকে সতর্ক করে বলা হয়, আপনাকে খুনের ষড়যন্ত্র করা হচ্ছে ।

6.কৃষ্ণনগরে শুরু কোরোনা ড্রাই রান

কোরোনা টিকাকরণের প্রস্তুতি শুরু হল নদিয়ার কৃষ্ণনগর সদর হাসপাতালে । আজ সদর হাসপাতাল ছাড়াও বিষ্ণুপুর গ্রামীণ হাসপাতাল ও নবদ্বীপ স্টেট জেনেরাল হাসপাতালে মক ড্রিল বা ড্রাইরান চলবে বলে জানালেন নদিয়া জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক অপরেশ বন্দ্যোপাধ্যায়।

7.338 রানে থমকাল অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস

থ ছাড়া জাদেজা-বুমরাদের বোলিংয়ের সামনে কোনও অজ়ি ব্যাটসম্যানকেই আজ আর সেভাবে দাঁড়িয়ে থাকতে দেখা গেল না । বিশেষত অস্ট্রেলিয়ার মিডল অর্ডার ও লোয়ার মিডল অর্ডার একেবারেই ব্যর্থ ।

8.মহমেডান স্পোর্টিংয়ে ইনভেস্টরকে ঘিরে অশান্তি

দুমাসের বেশি সময় আগে বিনিয়োগ সংস্থার সঙ্গে মউ স্বাক্ষর করেছিল শতাব্দী প্রাচীন ক্লাব । আধুনিক ভাবনায় ক্লাব চালানোর উদ্দেশ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছিল । কিন্তু চুক্তিপত্র পড়ার পর মহমেডান ক্লাব কর্তারা চূড়ান্ত স্বাক্ষর করতে রাজি হচ্ছেন না ।

9.পরবর্তী ছবিতে হৃত্বিকের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন দীপিকা ?

দীপিকাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিলেন হৃত্বিক । এরপর হৃত্বিককে ধন্যবাদ জানানোর সময় একটি ইঙ্গিতপূর্ণ টুইট করেন দীপিকা । তারপর থেকেই তাঁদের পরবর্তী ছবির বিষয় নিয়ে জল্পনা শুরু হয়েছে ।

10.কলার টিউন থেকে সরানো হোক অমিতাভের কণ্ঠ, দায়ের জনস্বার্থ মামলা

কাউকে ফোন করলেই শোনা যায় অমিতাভ বচ্চনের কণ্ঠস্বর । যেখানে কোরোনা সংক্রান্ত স্বাস্থ্যবিধি সম্পর্কে দেশবাসীকে সচেতন থাকার পরামর্শ দেওয়া হয় । তবে বার বার তা শুনে বিরক্ত হয়ে গিয়েছেন অনেকেই । তাই কলারটিউন থেকে যাতে বিগ বির কণ্ঠ সরিয়ে দেওয়া হয় তার জন্য দিল্লি হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করলেন সমাজকর্মী রাকেশ ।

ABOUT THE AUTHOR

...view details