1. জওয়ানদের আত্মত্যাগ বৃথা যাবে না, বললেন বায়ুসেনা প্রধান
শান্তিরক্ষার জন্য সবরকম চেষ্টা চালানো হচ্ছে । জওয়ানদের আত্মত্যাগ বিফলে যাবে না ৷ বললেন বায়ুসেনার প্রধান আর কে এস ভাদৌরিয়া ৷
2. কোরোনা আক্রান্ত কর্মচারী, বন্ধ হল বেঙ্গালুরুর ডিভিশনাল রেলওয়ে ম্যানেজারের অফিস
এক কর্মচারী কোরোনা আক্রান্ত হওয়ায় বেঙ্গালুরুর সিটি সেন্টারে ডিভিশনাল রেলওয়ে ম্যানেজারের অফিস স্যানিটাইজেশনের জন্য বন্ধ করা হল ৷
3. ''চিনের কাছে মাথা নত নয়'', দেশের সুরক্ষার প্রশ্নে কেন্দ্রের পাশে মমতা
লাদাখ সীমান্তে চিনা আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে ও চিনকে যোগ্য জবাব দিতে কেন্দ্র সরকারকে পূর্ণ সমর্থন করা হবে, জানালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ প্রধানমন্ত্রীর ডাকা সর্বদল বৈঠক থেকে চিনের বিরুদ্ধে লড়াইয়ের জন্য সবাইকে এক হওয়ার আহ্বানও জানান ।
4. "চিনা দ্রব্য ব্যবহার করলে পা ভেঙে দেব", হুমকি জয় বন্দ্যোপাধ্যায়ের
দেশজুড়ে চিনা পণ্য পুড়িয়ে বিক্ষোভ দেখিয়েছেন অনেকে । এরই মাঝে হুমকির সুরে BJP নেতা জয় বন্দ্যোপাধ্যায় বলেন, চিনা দ্রব্য ব্যবহারকারীদের মেরে পা ভেঙে দেওয়া উচিত ।
5. রিজেন্ট পার্কে যুবতিকে গুলি করে খুন, অভিযুক্ত প্রাক্তন প্রেমিক
রিজেন্ট পার্কের বাসিন্দা এক যুবতিকে গুলি করে খুনের অভিযোগ উঠল প্রাক্তন প্রেমিকের বিরুদ্ধে ৷ তদন্তে নেমেছে লালবাজারের হোমিসাইড শাখা ৷