1.দেশে কমছে দৈনিক সংক্রমণ ও মৃত্য়ু, রাজ্যেগুলির কোথায় কেমন পরিস্থিতি, দেখে নিন এক ক্লিকে
শেষ 24 ঘণ্টায় আক্রান্ত হয়েছেন 2 লাখ 57 হাজার 299 জন ৷ স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, শেষ 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 4 হাজার 194 জনের ৷
2.যশের তাণ্ডব এড়াতে হাওড়া থেকে বাতিল একাধিক দূরপাল্লার ট্রেন
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় যশ ৷ পশ্চিমবঙ্গ ও ওড়িশার উপকূলবর্তী এলাকাগুলিতে বাড়তি নজর দেওয়া হচ্ছে ৷ বৃষ্টিপাত ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে উপকূলের এলাকাগুলিতে ৷ যে কোনওরকম প্রতিকূল পরিস্থিতির জন্য তৈরি রাখা হচ্ছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকেও ৷ সজাগ ভারতীয় রেলও ৷ ইস্ট কোস্ট রেলওয়ের তরফে একাধিক ট্রেন ইতিমধ্যেই বাতিল করে দেওয়া হয়েছে ৷
3.ঢুকছে মাছ-মাংস-ডিম, করোনা রোগীদের সুস্থ করতে 104 বছরের নিয়ম ভাঙল ভারত সেবাশ্রম
স্বামী প্রণবানন্দের প্রতিষ্ঠিত ভারত সেবাশ্রম সংঘ একটি ধর্মীয় প্রতিষ্ঠান ৷ শুরু থেকেই এখানে ডিম, মাছ, মাংস ঢোকা বারণ ৷ করোনা পরিস্থিতিতে আশ্রম কর্তৃপক্ষ তৈরি করেছেন কোভিড হাসাপাতাল, নিয়ম ভেঙে রোগীদের খাবারে রয়েছে আমিষ জাতীয় খাবার ৷
4.চ্যালেঞ্জ 6 জেলা, যশের ধাক্কা সামলাতে কোমর বাঁধছে বিদ্যুৎ দফতর
যশ মোকাবিলায় বদ্ধপরিকর মন্ত্রী অরূপ বিশ্বাস । বিদ্যুৎ বিপর্যয় মোকাবিলা করতে নিলেন বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ৷
5.করোনা-যশ সামলাতে তৎপর ফিরহাদ, বাড়ি ফিরেই ভার্চুয়াল বৈঠক
শুক্রবার সন্ধ্যায় প্রেসিডেন্সি জেল থেকে পুলিশের গাড়িতে চেতলায় নিজের বাড়ি ফিরেছেন ফিরহাদ হাকিম ৷ বাড়ি ফিরলেও তাঁকে থাকতে হবে গৃহবন্দী ৷ এমন পরিস্থিতিতে ঘরে বসেই করোনা মোকাবিলা নিয়ে বৈঠক সারলেন রাজ্যের পরিবহণ মন্ত্রী ৷ কাল রাতেই কলকাতা পৌরনিগমের মুখ্য স্বাস্থ্য আধিকারিক, পেপটাইজেশন বিভাগীয় ভারপ্রাপ্ত আধিকারিকবৃন্দের সঙ্গে জরুরি ভার্চুয়াল বৈঠক সারলেন তিনি ৷