পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

টপ নিউজ় @ সকাল 11 টা

রাজ্য, দেশ, বিদেশ, খেলাধুলো ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ৷

টপ নিউজ় @ সকাল 11 টা
টপ নিউজ় @ সকাল 11 টা

By

Published : Apr 13, 2021, 11:02 AM IST

1.গতকালের তুলনায় দেশে কমল দৈনিক সংক্রমণ ও মৃত্যু

দেশে কিছুটা কমল দৈনিক আক্রান্তের সংখ্যা ৷ গত 24 ঘণ্টায় আক্রান্ত হয়েছে 1 লাখ 61 হাজার 736 ৷ গতকাল যা ছিল 1 লাখ 68 হাজার 912 । কমেছে দৈনিক মৃত্যুও ৷ একদিনে মৃত্যু হয়েছে 879 জন ৷ গতকাল মৃতের সংখ্যা ছিল 904 ৷

2.এপ্রিলের শেষেই ভারতে মিলবে স্পুটনিক-5-এর সীমিত ডোজ়

এ বার রাশিয়ার করোনা টিকা স্পুটনিক-5-কে জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য অনুমোদন দিল ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া ৷ ফলে তৃতীয় করোনা টিকা পেতে চলেছে দেশবাসী ৷

3.কোভিড 19 অতিমারী শেষ হতে এখনও ঢের দেরি, সতর্ক করল হু

করোনাভাইরাস শেষ হতে এখনও ঢের দেরি ৷ এমনই আশঙ্কার কথা শোনালেন হু-এর প্রধান টেড্রস আধানম ঘেব্রেইয়েসাস ৷ তিনি টিকাকরণের পাশাপাশি মাস্ক পরা, সামাজিক দূরত্ব মেনে চলার উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন ৷

4.সঙ্কট অব্যাহত, তবু রাজ্যে 80 লাখ পেরিয়ে গেল কোভিড টিকাকরণ

রাজ্যে এখনও অব্যাহত কোভিড টিকার সঙ্কট ৷ তবে তারই মধ্যে সোমবার রাজ্যের মোট টিকাকরণের সংখ্যা 80 লাখ ছাড়িয়ে গিয়েছে ৷

5.নিষেধাজ্ঞার প্রতিবাদে ধর্না, রাত আটটার পর নির্বাচনী প্রচারে মমতা

গতকাল নির্বাচন কমিশনের তরফে মমতার বিরুদ্ধে 24 ঘণ্টা নির্বাচনী প্রচারের উপর নিষেধাজ্ঞা জারি করা হয় ৷ যার সময়সীমা শেষ হবে আজ রাত আটটায় ৷ তারপর নেত্রীর পরপর দু'টি সভা করার কথা রয়েছে বারাসত ও বিধাননগরে ৷ তার আগে আজ বেলা 12 টায় নির্বাচন কমিশনের জারি করা নিষেধাজ্ঞার বিরুদ্ধে গান্ধি মূর্তির পাদদেশে ধর্নায় বসবেন তিনি ৷

6.অমিত শাহের ইস্তফা চাইলেন বাংলার 56 বিদ্বজ্জন
সোমবার নাট্যকর্মী শাঁওলি মিত্র, সংগীতশিল্পী কবীর সুমন, নচিকেতা চক্রবর্তী, কবি জয় গোস্বামী, অভিনেতা দীপঙ্কর দে, ভরত কল, লালকৃষ্ণ আদবানির প্রাক্তন পরামর্শদাতা সুধীন্দ্র কুলকার্নি সহ সমাজের বিভিন্ন ক্ষেত্রের 56 বিশিষ্ট ব্যক্তি এক যৌথ বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রীর ইস্তফা দাবি জানান তাঁরা ৷ এর পাশাপাশি ওই ঘটনাকে পশ্চিমবঙ্গের গণতান্ত্রিক ব্যবস্থার উপরে হিংস্র আঘাত বলে ক্ষোভ উগরে দিয়েছেন তাঁরা ।

7.কমিশনকে আক্রমণ কুণাল ঘোষের, মুখ্যমন্ত্রীকে সংযত হতে বলল বিজেপি

তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর 24 ঘণ্টার জন্য নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন ৷ তাই কমিশনকে বিজেপির শাখা সংগঠন বলে তোপ দাগলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ ৷ অন্যদিকে বিজেপি মনে করছে, মুখ্যমন্ত্রীর আরও সংযত হওয়া দরকার৷ আর সিপিএম কমিশনের পদক্ষেপকে সমর্থন করলেও বিজেপি নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছে ৷

8.আজ সফদর হাশমির জন্মদিন, আজও মুখে মুখে 'হাল্লা বোল'

প্রখ্যাত নাট্যব্যক্তিত্ব সফদর হাশমির আজ জন্মদিন ৷ মঞ্চ থেকে বেরিয়ে পথ নাটকের মাধ্যমে অন্য এক ঘরানায় অভিনয় শুরু করেছিলেন তিনি ৷

9.ইরফান খান ও ঋষি কাপুরকে কুর্নিশ জানাল বাফটা

হিন্দি ফিল্মের প্রয়াত দু জন কিংবদন্তি অভিনেতাকে শ্রদ্ধা জানাল 74তম ব্রিটিশ অ্য়াকাডেমি ফিল্ম অ্যাওয়ার্ডস ৷ গত বছর পৃথিবী ছেড়ে চলে যাওয়া ইরফান খান ও ঋষি কাপুরকে কুর্নিশ জানিয়েছে বাফটা ৷ ক্যান্সারের সঙ্গে লড়াইয়ে পরাজিত হয়ে 2020 সালে মৃত্যুর কোলে ঢলে পড়া চাডউক বোসম্যানকেও শ্রদ্ধা জানিয়েছে বাফটা ৷

10.বৃথা গেল সঞ্জুর 119, রুদ্ধশ্বাস ম্যাচে রাজস্থানকে 4 রানে হারাল পঞ্জাব

বৃথা গেল অধিনায়কত্বের অভিষেকে সঞ্জু স্যামসনের অপ্রতিরোধ্য সেঞ্চুরি ৷ স্নায়ুর লড়াইয়ে সবাইকে পেছনে ফেলে ফাইনাল ওভারে ম্যাচ বের করে আনলেন যুবা পেসার অর্শদীপ সিং ৷ আইপিএল-এর আসরে পঞ্জাব কিংসের কাছে মাত্র চার রানে হার মানতে হল রাজস্থান রয়্যালসকে ৷

ABOUT THE AUTHOR

...view details