1.দেশে কোরোনা সংক্রমণ ছাড়াল সাড়ে 47 লাখের গণ্ডি
আজ দেশে কমেছে কোরোনা আক্রান্তের সংখ্যা । অন্যদিকে , কমেছে মৃতের সংখ্যাও ৷ পাশাপাশি, বাড়ছে সুস্থ হওয়ার সংখ্যাও ।
2.গোঘাটে BJP কর্মীর রহস্যমৃত্যু, গাছে উদ্ধার ঝুলন্ত দেহ
হুগলির গোঘাটে স্টেশন সংলগ্ন এলাকায় গাছে ঝুলন্ত অবস্থায় BJP কর্মীর দেহ উদ্ধার হয় । ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে খুনের অভিযোগ তুলেছে BJP । যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ।
3.একাধিক ইশুতে রাজ্যজুড়ে বিক্ষোভ কর্মসূচির ডাক বামফ্রন্টের
নদী ভাঙন, বেকারত্ব, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি, জ্বালানির মূল্য বৃদ্ধি, কোরোনা প্রতিরোধে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের ব্যর্থতা নিয়ে পথে নামছে রাজ্য বামফ্রন্ট । 16টি বামপন্থী ও সহযোগী দল 14 থেকে 18 সেপ্টেম্বর রাজ্যের সবকটি জেলায় আন্দোলন এবং প্রচার করবে বলে জানিয়েছে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু ।
অসুস্থ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ ৷ গতকাল রাতেই দিল্লির AIIMS হাসপাতালে ভরতি করা হয়েছে তাঁকে ৷
5.DGCI-র অনুমোদন পেলে ভারতে ফের কোভিশিল্ডের ট্রায়াল : সিরাম ইনস্টিটিউট
অক্সফোর্ড ভ্যাকসিনের ট্রায়াল আবার শুরু হয়েছে ব্রিটেনে । ভারতের সিরাম ইনস্টিটিউট জানাল, DGCI-র অনুমোদন পেলেই শুরু হবে ভারতে ট্রায়াল ।