কলকাতা, 26 জানুয়ারি :সংক্রমণ সামাল দিতে রাজ্য সরকারের তরফে জারি করা হয় একগুচ্ছ করোনা বিধিনিষেধ । মেট্রোয় সফরের ক্ষেত্রেও চালু হয় কড়াকড়ি ৷ বন্ধ করা হয় টোকেন পরিষেবা । এর ফলে যাত্রী সংখ্যা ইতিমধ্যেই অর্ধেক হয়ে গিয়েছে । তাই পুনরায় টোকেন পরিষেবা চালু করার ভাবনাচিন্তা চলছে বলে মেট্রো রেল সূত্রে খবর (token services in kolkata metro to return soon ) ।
সংক্রমণ রুখতে লোকাল ট্রেনের সময়সীমা কমানোর পাশাপাশি এগিয়ে আনা হয়েছে শেষ মেট্রোর সময় । একদিকে যেমন যাত্রী সংখ্যা কমিয়ে 50 শতাংশ করা হয়েছে তেমনই বন্ধ করে দেওয়া হয়েছে টোকেন পরিষেবাও (Kolkata Metro Update)।
এই টোকেন পরিষেবা বন্ধ হতেই যাত্রী সংখ্যা প্রায় অর্ধেকে এসে ঠেকেছে । এই বিষয়ে কলকাতা মেট্রোরেলের ডেপুটি জেনারেল ম্যানেজার প্রত্যুষ ঘোষ বলেন, "গত 25 নভেম্বর পুনরায় যখন মেট্রোয় টোকেন পরিষেবা চালু হয় তখন যাত্রী সংখ্যা অনেকটাই বৃদ্ধি পায় । সেই সময় প্রতিদিনই যাত্রী সংখ্যা হচ্ছিল চার লাখের কাছাকাছি । তবে টোকেন ব্যবস্থা বন্ধ হয়ে যেতে সেই সংখ্যা দুই লাখে নেমে এসেছে ।"
আরও পড়ুন :Covid Effect on Kolkata Metro Service : সোমবার থেকে বন্ধ টোকেন, শেষ মেট্রোর সময় এগল
Kolkata Metro Token System : যাত্রী ফেরাতে কি মেট্রোয় ফিরছে টোকেন ব্যবস্থা ? - metro token system
প্রতিদিন যারা মেট্রোয় যাতায়াত করেন না তাঁদের জন্য স্মার্ট কার্ড রিচার্জ করা ঝামেলার ৷ যার ফলে সংক্রমণ রুখতে টোকেন ব্যবস্থা উঠে যেতেই যাত্রী সংখ্যা কমতে থাকে কলকাতা মেট্রোয় (Kolkata Metro Token System) ৷ তবে এবার যাত্রী ফেরাতে কি ফের টেকেনেই ফিরছে মেট্রো ?
ফের টোকেন ব্যবস্থা ফেরানোর প্রসঙ্গে তিনি বলেন, ''টানা দীর্ঘদিন টোকেন ব্যবস্থা বন্ধ থাকার পর গত 25 নভেম্বর পুনরায় মেট্রোয় টোকেন পরিষেবা চালু করা হয় । কারণ দেখা গিয়েছিল প্রতিদিন বহু যাত্রী স্মার্ট কার্ড ফেরত দিচ্ছিল । প্রতিদিন প্রায় 4000 স্মার্ট কার্ড আমরা ফেরত পাচ্ছিলাম । এর থেকেই পরিষ্কার হয়ে গিয়েছিল যে যাত্রীরা মেট্রোয় সফর করার জন্য স্মার্ট কার্ডকে প্রতিদিনের টোকেনের মতোই ব্যবহার করছিল । তাই সবদিক বিবেচনা করে আবার টোকেন চালু করা হয় । তবে ফের সংক্রমণ বৃদ্ধি পেতে টোকেনের মাধ্যমে সফর বন্ধ করে দেওয়া হয়েছে । টোকেন ব্যবস্থা চালু করতে মেট্রো রেল প্রস্তুত । তবে পরিস্থিতি বিবেচনা করে তবেই আবার টোকেন ব্যবস্থা চালু করার সিদ্ধান্ত নেবে কর্তৃপক্ষ ।"
আরও পড়ুন :Kolkata Metro Advertisement : গেট থেকে হ্যান্ডেল, আয় বাড়াতে মেট্রো রেলে ব্র্যান্ডিং সর্বত্র