কলকাতা, 21 মে : কন্ট্রোল রুম থেকে গতকালই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, "সবকিছু শেষ হয়ে গেছে । ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে আছি ।" আজ সকাল হতেই বিভিন্ন জেলা থেকে সেই ক্ষয়ক্ষতির প্রাথমিক রিপোর্ট আসতে শুরু করেছে । তার উপর ভিত্তি করেই আজ উচ্চ পর্যায়ের বৈঠক হতে চলেছে নবান্নে । আমফানের জেরে রাজ্যে ক্ষয়ক্ষতির পরিমাণ ঠিক কত তা নির্ধারণের চেষ্টা করা হবে এই বৈঠকে । বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে বলে খবর ।
রাজ্যে ঠিক কতজনের মৃত্যু হয়েছে তা এখনও স্পষ্ট নয় । তবে, উত্তর 24 পরগনায় এখনও পর্যন্ত দু'জনের মৃত্যুর খবর পাওয়া গেছে । কলকাতায় সরকারিভাবে তিনজনের মৃত্যু ঘোষণা করা হয়েছে । বেসরকারিভাবে সংখ্যাটা চার । হাওড়ার এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে তিনজনের । হুগলিতেও আমফানের জেরে মৃত তিন । নদিয়ায় একজনের মৃত্যু হয়েছে ।