পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Kuntal Ghosh Tollywood Connection: নিয়োগ দুর্নীতির টাকা টলিউডে বিনিয়োগ করেন কুন্তল, দাবি ইডির - ইডি

নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেফতার হয়েছেন তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) যুব সংগঠনের নেতা কুন্তল ঘোষ ৷ তাঁকে জেরা করে জানা গিয়েছে যে নিয়োগ দুর্নীতির টাকা তিনি টলিউডে বিনিয়োগ করেছিলেন ৷ এমনটাই দাবি ইডি সূত্রের ৷

Kuntal Ghosh Tollywood Connection
Kuntal Ghosh Tollywood Connection

By

Published : Feb 3, 2023, 6:27 PM IST

কলকাতা, 3 ফেব্রুয়ারি: নিয়োগ দুর্নীতি কাণ্ডের (Bengal Recruitment Scam) টাকা কি টলিউডে ব্যবহার করা হয়েছে ? এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (Enforcement Directorate) সূত্র এই প্রশ্নের ইতিবাচক উত্তরই পাওয়া যাচ্ছে ৷ ওই সূত্র বলছে যে নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে এমনই তথ্য পেয়েছেন তদন্তকারীরা ৷ জানা গিয়েছে, পার্টনারশিপের মাধ্যমে টলিউডে কোটি কোটি টাকা বিনিয়োগ করেছিলেন কুন্তল ঘোষ (Kuntal Ghosh) । এনফোর্সমেন্ট ডিরেক্টরেটরের দাবি, একটি বিশেষ মিউজিক ভিডিয়ো তৈরি করার জন্য কোটি কোটি টাকা বিনিয়োগ করেছিলেন কুন্তল ও তাঁর তৎকালীন পার্টনার ।

ইতিমধ্যেই হুগলির যুব তৃণমূল নেতা (TMYC) কুন্তল ঘোষকে জেরা করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটর গোয়েন্দারা দু’টি বেসরকারি ব্যাংকের অ্যাকাউন্টের হদিস পান । দু’টি অ্যাকাউন্টই কুন্তলের ৷ জানা গিয়েছে, সেখানে মোট সাড়ে 6 কোটি টাকা কুন্তল ঘোষ জমা রেখেছিলেন । পরবর্তীকালে সেই টাকা তিনি তুলে নিয়েছিলেন । কিন্তু এই বিপুল পরিমাণের টাকা ব্যাংক থেকে তোলার পর তিনি কাদের কাদের কাছে পৌঁছে দিয়েছিলেন, এখন সেটাই জানার জন্য মরিয়া প্রচেষ্টা চালাচ্ছেন কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা ।

এনফোর্সমেন্ট ডিরেক্টরেটরের অনুমান, কুন্তল ঘোষ একাধিক ছাত্র-ছাত্রীদের কাছ থেকে কোটি কোটি টাকা আত্মসাৎ করে এই দু’টি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ট্রানজাকশন করিয়ে রাজ্যের বেশ কয়েকজন প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তি ও ব্যবসায়ীদের হাতে সেই টাকা তুলে দিয়েছিলেন । যদিও তদন্তের সাপেক্ষে এখনই কোনও সন্দেহজনক প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তি বা ব্যবসায়ীর নাম প্রকাশ্যে আনতে চাইছে না ইডি ।

এছাড়াও কুন্তল ঘোষের হুগলি ও উত্তর 24 পরগনার নিউটাউনের আবাসনে তল্লাশি অভিযান চালিয়ে একাধিক নথি বাজেয়াপ্ত করা হয়ে ৷ ইডি (ED) সূত্রে খবর, সেই নথি ঘেঁটেই জানতে পারা গিয়েছে যে হুগলির এই যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ টালিগঞ্জের ফিল্ম ইন্ডাস্ট্রিতে মিউজিক ভিডিয়োর জন্য কোটি কোটি টাকা বিনিয়োগ করেছিলেন । কিন্তু এই বিনিয়োগ হয়েছিল পার্টনারশিপের মাধ্যমে । আর এখন কুন্তলের টলিউডের টাকা বিনিয়োগের ক্ষেত্রে কে বা কোন ব্যক্তি তাঁর পার্টনার ছিলেন, তা জানার চেষ্টা করছেন ইডির তদন্তকারীরা ।

এদিকে কুন্তলের বাড়ি থেকে 2022 সালের 250টি ওএমআর-এর শিট পাওয়া গিয়েছে বলে আদালতে জানালো ইডি ৷ কিন্তু কীভাবে এই ওএমআর শিট একজন যুব তৃণমূল নেতার বাড়িতে এল, তা কুন্তল ঘোষের কাছ থেকে জানতে চান তদন্তকারী আধিকারিকরা । জেরায় কুন্তল ঘোষ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটর গোয়েন্দাদের জানান, তিনি রাইট টু ইনফরমেশন অ্যাক্টের মাধ্যমে আবেদন করে ওই ওএমআর শিটগুলি পেয়েছেন ।

আরও পড়ুন:আকাশ প্রমাণ ষড়যন্ত্র হয়েছে, দাবি কুন্তল ঘোষের

ABOUT THE AUTHOR

...view details