পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

TMCP Agitation: রাজ্যপালের বিরুদ্ধে পাঁচ দিনের বিক্ষোভ কর্মসূচি তৃণমূল ছাত্র পরিষদের

রাজ্যপালের বিরুদ্ধে 23টি বিশ্ববিদ্যালয়ে পাঁচ দিনের বিক্ষোভ কর্মসূচি পালন করবে তৃণমূল ছাত্র পরিষদ ৷ আজ থেকে শুরু হচ্ছে এই বিক্ষোভ কর্মসূচি ৷ চলবে শুক্রবার পর্যন্ত ৷

Etv Bharat
তৃণমূল ছাত্র পরিষদের বিক্ষোভ কর্মসূচি

By ETV Bharat Bangla Team

Published : Sep 11, 2023, 7:33 AM IST

Updated : Sep 11, 2023, 7:40 AM IST

কলকাতা, 11 সেপ্টেম্বর:শিক্ষা ক্ষেত্রে রাজ্য প্রশাসনের সঙ্গে রাজ্যপাল সিভি আনন্দ বোসের একাধিক বিষয়ে সংঘাত দেখা দিয়েছে ৷ সাংবিধানিক প্রধানের বিরুদ্ধে তোপ দেগেছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। রাজ্যপাল যা করছেন তা বন্ধ না করলে রাদভবনের সামনে ধরনায় বসবেন বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। সেই সূত্র ধরে রাজ্যপালের 'এক তরফা সিদ্ধান্তের' বিরুদ্ধে তৃণমূল পরিষদের পক্ষ থেকে রাজভবনের বাইরে বিক্ষোভ দেখানো হয়। এবার রাজ্যজুড়ে পথে নামছে তৃণমূল ছাত্র পরিষদ। রাজ্যের প্রায় 23টি বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভ কর্মসূচি পালন করবে শাসক শিবিরের ছাত্র সংগঠন।
11 সেপ্টেম্বর থেকে আগামী 15 সেপ্টেম্বর শুক্রবার পর্যন্ত এই বিক্ষোভ কর্মসূচি চলবে রাজ্যের 23টি বিশ্ববিদ্যালয়ে ৷ তৃণমূল ছাত্র পরিষদের দাবি, রাজ্যের উচ্চশিক্ষা ব্যবস্থাকে বাঁচাতে এবং ছাত্র-ছাত্রীদের স্বার্থ রক্ষা করতে এই অবস্থান বিক্ষোভের আয়োজন করা হয়েছে। মনোনীত রাজ্যপাল স্বৈরাচারী পদক্ষেপ নিচ্ছেন। সেটি রাজ্যের বিশ্ববিদ্যালয় তথা শিক্ষা ব্যবস্থার জন্য কাম্য নয় ৷ তারই প্রতিবাদে তৃণমূল ছাত্র পরিষদ রাজ্যজুড়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয় পাঁচ দিন ধরে বিক্ষোভ কর্মসূচি পালন করবে।
উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে বিক্ষোভ কর্মসূচি শুরু করবে তৃণমূল ছাত্র পরিষদ ৷ সোমবার সকাল সাড়ে দশটা থেকে বিক্ষোভ কর্মসূচি শুরু হবে। দুপুরে একটায় বিক্ষোভ কর্মসূচি শুরু হবে কলকাতা বিশ্ববিদ্যালয়ে। একই সময়ে বর্ধমান বিশ্ববিদ্যালয়েও বিক্ষোভ কর্মসূচির আয়োজন করবে তৃণমূল ছাত্র পরিষদ। আগামিকাল মঙ্গলবার দুপুর 12টা নাগাদ আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়, মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে শুরু হবে বিক্ষোভ। এরপর দুপুর 1টা থেকে আসানসোলের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ দেখাবেন তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা ।

আরও পড়ুন:'মাঝরাত পর্যন্ত অপেক্ষা করুন, দেখুন কী করতে চলেছি'; ব্রাত্যকে পালটা হুঁশিয়ারি রাজ্যপালের

একইভাবে বুধবার কোচবিহারের পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়, সিধু-কানু বিশ্ববিদ্যালয়, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়, পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, বাঁকুড়া বিশ্ববিদ্যালয় গুলিতে বিক্ষোভ কর্মসূচি পালিত হবে। বৃহস্পতিবার এবং শুক্রবার যাদবপুর, বিশ্বভারতী বিদ্যাসাগর-সহ মোট ন’টি বিশ্ববিদ্যালয় বিক্ষোভ কর্মসূচি পালন করবে শাসক শিবিরের ছাত্র সংগঠন ৷

আরও পড়ুন:12 বছর ধরে শুধু ধরনা দিয়ে গিয়েছেন, বিশ্ববিদ্যালয় প্রসঙ্গে মমতাকে নিশানা দিলীপের

Last Updated : Sep 11, 2023, 7:40 AM IST

ABOUT THE AUTHOR

...view details