কলকাতা, 18 ডিসেম্বর : নাগরিকত্ব (সংশোধনী) আইন, 2019 ও জাতীয় নাগরিক পঞ্জি-র বিরুদ্ধে সুর চড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় । শহরের বিভিন্ন জায়গায় প্রতিবাদ মিছিল করেছেন । সেখান থেকে দলীয় কর্মীদের নতুন স্লোগান শিখিয়েছেন । এবার দলীয় কর্মীদের জন্য CAA ও NRC বিরোধী গান লিখলেন মমতা । আর আজ ধর্মতলায় প্রতিবাদি মঞ্চ থেকে সেই গান গাইলেন তৃণমূল কর্মী-সমর্থকরা ।
CAA-NRC বিরোধী মিছিল, মমতার লেখা গান গাইলেন দলীয় কর্মীরা
শহরের বিভিন্ন জায়গায় প্রতিবাদ মিছিল করেছেন । সেখান থেকে দলীয় কর্মীদের নতুন স্লোগান শিখিয়েছেন । এবার দলীয় কর্মীদের জন্য CAA ও NRC বিরোধী গান লিখলেন মমতা ।
CAA ও NRC নিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ পথে নেমেছে । সোমবার থেকে প্রতিবাদ মিছিল শুরু করেছেন মমতাও । আজ হাওড়া ময়দান থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল করেন তিনি । মিছিল শেষে সেখানে একটি সভা করেন মমতা । গতকাল প্রতিবাদ মিছিল শেষে কর্মীদের স্লোগান শিখিয়েছিলেন । আর আজ কর্মীদের জন্য গান লেখেন তিনি । "আমরা সবাই নাগরিক, NRC হবে না ।" সভা শুরু করার আগেই মমতার লেখা এই গান ধরেন মন্ত্রী ইন্দ্রনীল সেন ।
ওয়াকিবহাল মহলের মতে, মিছিল-মিটিং বা হিংসাত্মক আন্দোলন নয় । কবিতা বা গানকেই প্রতিবাদের ভাষা হিসেবে ব্যবহার করতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় । আর তাই গত দু'দিন ধরে ছবি এঁকে, কবিতা লিখে বা গান গেয়ে প্রতিবাদ জানাতেই চাইছেন মমতা ।