পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নাগেরবাজারে গেস্ট হাউজ়ে মুকুল রায়, বাইরে গাড়ি ভাঙচুর তৃণমূল কর্মীদের - bjp

নাগেরবাজারে গেস্ট হাউজ়ে মুকুল রায় । বাইরে মুকুলের গাড়ি ভাঙচুর তৃণমূল কর্মীদের । ঘটনাস্থানে CRPF ।

এই গাড়িতে ভাঙচুর হয়েছে

By

Published : May 17, 2019, 12:08 AM IST

Updated : May 17, 2019, 5:18 AM IST

কলকাতা, 17 মে : বৃহস্পতিবার রাতে একটি গেস্ট হাউজ়ে আসেন BJP নেতা মুকুল রায় ও শমীক ভট্টাচার্য । তারপরই সেখানে তৃণমূলের কর্মীরা জমায়েত করে । ভাঙচুর করে তিনটি গাড়ি । তৃণমূলের অভিযোগ, CPI(M)-এর সঙ্গে গোপন বৈঠক চলছিল ওই গেস্ট হাউজ়ে ।

গেস্ট হাউজ়ে তৃণমূলকর্মীরা ঢোকার চেষ্টা করেন । কোনওক্রমে গেস্ট হাউজ়ের কর্মীরা গেট বন্ধ করে দেন । তারপর তাঁরা দমদম থানায় খবর দেন । তৃণমূল কর্মীদের অভিযোগ, গাড়ি ভরতি করে টাকা নিয়ে গেস্ট হাউজ়ে গিয়েছিল BJP-র লোকজন । ওই টাকা বিলি করাই ছিল তাঁদের উদ্দেশ্য । যদিও পুলিশ গেস্ট হাউজ়ে ঢুকে তল্লাশি চালিয়ে কোনও টাকা পায়নি ।

দেখুন ভিডিয়ো

বিক্ষোভ চলাকালীন ঘটনাস্থানে উপস্থিত ছিলেন দক্ষিণ দমদম পৌরসভার 22 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অমিত পোদ্দার । তিনি বলেন, "ওই গেস্ট হাউসে স্থানীয় CPI(M) নেতা পল্টু দাশগুপ্তের সঙ্গে গোপন বৈঠক করছে BJP নেতৃত্ব ।" অভিযোগ অস্বীকার করেছেন মুকুল রায় ও শমীক ভট্টাচার্য । তাঁরা জানান, দলের এক কর্মীর স্ত্রীর জন্মদিনের পার্টি ছিল ওই গেস্ট হাউজ়ে ।

খবর পেয়ে ঘটনাস্থানে আসে দমদম থানার পুলিশ । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে । আটক করা হয় 25 জনকে । পরে ঘটনাস্থানে CRPF আসে ।

Last Updated : May 17, 2019, 5:18 AM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details