কলকাতা, 17 মে : বৃহস্পতিবার রাতে একটি গেস্ট হাউজ়ে আসেন BJP নেতা মুকুল রায় ও শমীক ভট্টাচার্য । তারপরই সেখানে তৃণমূলের কর্মীরা জমায়েত করে । ভাঙচুর করে তিনটি গাড়ি । তৃণমূলের অভিযোগ, CPI(M)-এর সঙ্গে গোপন বৈঠক চলছিল ওই গেস্ট হাউজ়ে ।
গেস্ট হাউজ়ে তৃণমূলকর্মীরা ঢোকার চেষ্টা করেন । কোনওক্রমে গেস্ট হাউজ়ের কর্মীরা গেট বন্ধ করে দেন । তারপর তাঁরা দমদম থানায় খবর দেন । তৃণমূল কর্মীদের অভিযোগ, গাড়ি ভরতি করে টাকা নিয়ে গেস্ট হাউজ়ে গিয়েছিল BJP-র লোকজন । ওই টাকা বিলি করাই ছিল তাঁদের উদ্দেশ্য । যদিও পুলিশ গেস্ট হাউজ়ে ঢুকে তল্লাশি চালিয়ে কোনও টাকা পায়নি ।