পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আগামী একুশে আর একুশে জুলাই থাকবে না : সৌমিত্র

আগামী একুশে জুলাই আর আসবে না ৷ কারণ তৃণমূল দলটাই আর থাকবে না ৷ আজ তৃণমূলের শহিদ দিবসের ভার্চুয়াল সভার পালটা সভা করে ভারতীয় জনতা যুব মোর্চা ৷ সেই সভা থেকে এই কথা বলেন BJP সাংসদ সৌমিত্র খাঁ ৷

tmc-will-be-finished-by-2021-said-bjp-leader-soumitra-khan
আগামী একুশে আর একুশে জুলাই থাকবে না ; সৌমিত্র খাঁ

By

Published : Jul 21, 2020, 4:10 PM IST

কলকাতা, 21 জুলাই : আগামী বছর সবচেয়ে বড় একুশে জুলাই হবে ৷ আজ ঘোষণা করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এই নিয়ে BJP সাংসদ সৌমিত্র খাঁ বললেন, "আগামী বছর আর একুশে জুলাই হবে না ৷ কারণ, তৃণমূল দলটাই থাকবে না৷"

গতকাল BJP- র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ঘোষণা করেন, আজ একুশে জুলাই রাজ্যজুড়ে শহিদ দিবসের পালটা প্রহসন দিবস পালন করা হবে । সেইমতো ভারতীয় জনতা যুব মোর্চা ভার্চুয়াল সভা করে ৷ সেখানে বক্তব্য রাখেন যুব মোর্চার নেতা-কর্মীরা ৷ মূল বক্তা ছিলেন সৌমিত্র খাঁ ৷ তিনি বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের লোক দিয়ে ভারতীয় জনতা পার্টির 118 জনকে শহিদ করিয়েছেন ৷ তাই আমরা আজ দিলীপ ঘোষের নির্দেশ মতো আজকের দিনটা প্রহসন দিবস হিসেবে পালন করছি ৷ উনি 2018 সালে গ্রাম পঞ্চায়েতে ভোট হতে দেননি ৷ মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছিলেন ৷ রাজ্য সরকার যে অগণতান্ত্রিক মনোভাব নিয়ে চলেছে, তাই একুশে জুলাইকে আমরা প্রহসন দিবস হিসেবে মেনে চলছি ৷ শহিদদের প্রতি আমাদের শ্রদ্ধা থাকবে ৷ মমতা বলেছিলেন, সিঙ্গুরকে চাষিদের কাছে ফিরিয়ে দেবেন ৷ আজ সিঙ্গুরের চাষিরা খেতে পাচ্ছে না ৷ খেতে না দিয়ে, শিল্প না দিয়ে, চাকরি না দিয়ে বাংলার যুবসমাজকে হত্যা করেছেন মমতা ৷"

সৌমিত্র খাঁ আরও বলেন, "আমরা দেখলাম, বাগনানে মায়ের সামনে মেয়ের ধর্ষণ, মেয়ের সামনে মায়ের মৃত্যু ৷ চোপড়ায় মাধ্যমিক পরীক্ষার্থীর স্বপ্ন ছিল ৷ সেই স্বপ্ন ভেঙে দিয়েছেন মমতা ৷" তাঁর আরও সংযোজন, "কন্যাশ্রীর নামে সাইকেল দিয়ে আপনি ধর্ষণ করাচ্ছেন ৷ আপনি পরিবারতন্ত্র চালাচ্ছেন ৷ আপনার ভাইপো আপনার কোটায় ডায়মন্ডহারবারের সাংসদ ৷ আপনি মানুষকে ধোকা দিয়েছেন ৷ যে তৃণমূলের মন্ত্রীরা কাজ করতে পারে না, তাঁদের ভালো পদ দিচ্ছেন ৷ আমরা আন্দোলন করতে গেলেই গেপ্তার করিয়ে দেন ৷ তৃণমূলের কর্মীদের দিয়ে আমাদের কর্মীদের হত্যা করাচ্ছেন ৷"

আমফান এবং রেশন দুর্নীতি নিয়েও মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন সৌমিত্র খাঁ ৷ বলেন, ''বাংলার গরিব, খেতমজুরদের পাগল করে দিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ দক্ষিণ 24 পরগনায় আমফানে ক্ষতিগ্রস্তদের আপনি একটাও টাকা দেননি ৷ CESC এত টাকা বিল করেছে ৷ CESC - র টাকা তৃণমূল সুপ্রিমো দলের ফান্ডে ঢোকাচ্ছেন ৷ পশ্চিমবঙ্গকে আপনি ভিখারি তৈরি করছেন ৷ পরীক্ষা দিয়েও কাজ পাচ্ছে না যুবকরা ৷ সব জায়গায় দুর্নীতি ৷ বাংলার মানুষকে জবাব দিতে হবে ৷ আপনার লজ্জাবোধ থাকা দরকার ৷ প্রধানমন্ত্রী মোদিজির নেতৃত্বে ভারত অনেক ভালো আছে ৷ কোরোনা নিয়ে মাননীয়া যা তথ্য দিয়েছেন, সব ভুল ৷ বাংলার মানুষ আপনাকে ভোট দিয়েছিল, কাজ করার জন্য ৷ আপনার নাটক দেখার জন্য নয় ৷ মুখ্যমন্ত্রীর নেতৃত্বে চাষিরা না খেতে পেয়ে মারা যাচ্ছে ৷ মুখ্যমন্ত্রী কোনও দায়িত্ব পালন করতে পারছেন না ৷ মানুষের সেবার নামে লুঠছেন ৷ বাংলাকে লন্ডন বানাবেন বলেছিলেন, কলকাতাকে লন্ঠন বানিয়ে দিয়েছেন ৷ সংবাদমাধ্যমকে দিদি বন্ধ করিয়ে দিচ্ছেন ৷ হুমকি দিয়ে কিচ্ছু হবে না দিদি ৷ পশ্চিমবঙ্গের যুব সমাজকে মমতা বন্দ্যোপাধ্যায় শেষ করে দিয়েছেন ৷ আপনি নিজেকে হরিদাস তৈরি করেছেন ৷ প্রশান্ত কিশোরকে নিয়ে এসে পশ্চিমবঙ্গের যুব সমাজকে শেষ করছেন ৷ আগামী বছর আর 21 জুলাই হবে না ৷ তখন আর তৃণমূল থাকবে না ৷ এটাই আমাদের বড় চ্যালেঞ্জ ৷ রাজ্য চালাবে BJP ৷ এটা আমরা নিশ্চিত ৷"

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details