পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Paschimbanga Diwas: পশ্চিমবঙ্গ দিবসের প্রস্তাব পেশে গরহাজির বহু তৃণমূল বিধায়ক ! কারণ জানতে ময়দানে শাসক দল - মমতা বন্দ্যোপাধ্যায়

7 সেপ্টেম্বর, বৃহস্পতিবার বিধানসভায় পশ্চিমবঙ্গ দিবসের প্রস্তাব পেশ হয় ৷ এদিন ভোটাভুটি শেষে পশ্চিমবঙ্গ দিবস এবং রাজ্য সঙ্গীত নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয় ৷ তবে সেই সময় একাধিক তৃণমূল বিধায়ক হাজির ছিলেন না বিধানসভায় ৷

ETV Bharat
পশ্চিমবঙ্গ দিবস

By ETV Bharat Bangla Team

Published : Sep 10, 2023, 2:55 PM IST

Updated : Sep 10, 2023, 3:02 PM IST

কলকাতা, 10 সেপ্টেম্বর: পশ্চিমবঙ্গ দিবস নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বিধানসভায় আলোচনার ডাক দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যয় ৷ 7 সেপ্টেম্বর, বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ দিবস এবং রাজ্য সঙ্গীত নিয়ে আলোচনা করা হয় বিধানসভায় ৷ এদিনই রাজ্য সরকার পয়লা বৈশাখকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে ঘোষণা করে ৷ এর সঙ্গে 'বাংলার মাটি, বাংলার জল' গানটিও রাজ্য সঙ্গীতের স্বীকৃতি পায় ৷

এদিকে গত বৃহস্পতিবার বিধানসভায় অনুপস্থিত ছিলেন বেশ কয়েকজন তৃণমূল বিধায়ক ৷ তাঁদের এই অনুপস্থিতি নিয়ে নড়েচড়ে বসল শাসকদল তৃণমূল ৷ এমন একটা দিনে কেন উপস্থিত ছিলেন না তৃণমূল বিধায়কেরা ? কেন তাঁদের এই অনুপস্থিতির শৃঙ্খলা ভঙ্গ হিসেবে দেখা হবে না ? এই প্রশ্নগুলিই ঘোরাফেরা করছে দলের অন্দরে ৷

আরও পড়ুন: 20 জুন পশ্চিমবঙ্গ দিবসে স্বীকৃতি আছে রাষ্ট্রপতির, রাজ্যপালের আশ্বাসে খুশি শুভেন্দুরা

শুধু তাই নয়, ওইদিন অনুপস্থিত বিধায়কদের সংখ্যাটাও ছিল চমকে দেওয়ার মতো ৷ একজন বা দু'জন নয়, 48 জন তৃণমূল বিধায়ক হাজির ছিলেন না বিধানসভায় ৷ এমনকী এই অনুপস্থিত বিধায়কদের একটি বড় অংশ দল এবং অধ্যক্ষের অনুমতি পর্যন্ত নেননি ৷ সূত্রে জানা গিয়েছে, এতেই চটেছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব।

বরাবরই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভার অধিবেশন চলাকালীন নেতা মন্ত্রী থেকে শুরু করে শাসকদলের বিধায়কদের আরও বেশি করে বিধানসভার অধিবেশনে থাকার কথা বলে এসেছেন ৷ আর এহেন একটি গুরুত্বপূর্ণ দিনে শাসক পক্ষের বিধায়করা অনুপস্থিত থাকবেন, তা ভাবতেই পারছেন না তৃণমূলের পরিষদীয় দলের ক্রাইসিস ম্যানেজারেরা ৷ আর সেই কারণেই এবার এই অনুপস্থিতির কারণ খোঁজা শুরু করল তৃণমূল কংগ্রেসের পরিষদীয় দল।

প্রসঙ্গত, বাদল অধিবেশনের শুরুতেই দলীয় বিধায়কদের শৃঙ্খলিত করতে একটি শৃঙ্খলা রক্ষা কমিটি গড়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এই কমিটির মাথায় ছিলেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় ৷ এছাড়া কমিটিতে রয়েছেন চার গুরুত্বপূর্ণ মন্ত্রী- ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য এবং বীরবাহা হাঁসদা ৷

দলীয় সূত্রের খবর, এই অনুপস্থিতির বিষয়টি নিয়ে আদালতে যেতে পারে তৃণমূল ৷ 48 জন অনুপস্থিত বিধায়কের কাছ থেকে 7 সেপ্টেম্বর বিধানসভায় হাজির না-থাকার কারণ জানতে চাওয়া হতে পারে ৷ পাশাপাশি যাঁরা দলীয় শৃঙ্খলা রক্ষা কমিটিকে সন্তোষজনক জবাব দিতে পারবেন না, তাঁদের সতর্ক করা হতে পারে ৷

রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়কে বলেন, "গত বৃহস্পতিবার কোন কোন বিধায়ক অনুপস্থিত ছিলেন, হাজিরা খাতা দেখে তা খোঁজ নেওয়ার চেষ্টা করছি ৷ অথবা এমনও যদি পাওয়া যায় যারা হয়তো প্রথম অর্ধে উপস্থিত ছিলেন, কিন্তু আলোচনার সময় ছিলেন না, তাঁদের সঙ্গেও কথা বলা হবে ৷ কেন এই গুরুত্বপূর্ণ দিনটিকে তাঁরা এড়িয়ে গেলেন ৷"

আরও পড়ুন: সর্বদল বৈঠকে পয়লা বৈশাখেই পশ্চিমবঙ্গ দিবস নিয়ে সংখ্যাগরিষ্ঠ মতামত

এদিন বিধানসভায় পশ্চিমবঙ্গ দিবস নিয়ে আনা প্রস্তাবে ভোটাভুটি হয় ৷ ভোটাভুটির শেষে দেখা যায় ভোটাভুটিতে অংশ নিয়েছেন শাসকদলের 167 জন সদস্য ৷ ধূপগুড়ি উপ-নির্বাচনের আগে পর্যন্ত বিধানসভায় তৃণমূলের বিধায়কের সংখ্যা ছিল 215 ৷

Last Updated : Sep 10, 2023, 3:02 PM IST

ABOUT THE AUTHOR

...view details