পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ব্যক্তিগত বিষয় বলে নুসরত কাণ্ডে দূরত্ব তৈরি করে মালব্যকে হুঁশিয়ারি কুণালের - নুসরত কাণ্ড থেকে নিজেদের দূরে সরানোর কাজ শুরু করল তৃণমূল কংগ্রেস

কয়েক দিন আগে সোশ্যাল মিডিয়ায় নুসরতের অন্তসত্ত্বা হওয়ার খবর ছড়িয়ে পড়ে ৷ এরপর সে নিয়ে তোলপাড় শুরু হয়ে নেটিজেনদের মধ্যে ৷ বিতর্ক নিয়ে বুধবার বসিরহাটের তৃণমূল সাংসদ ও অভিনেত্রী নুসরত জাহান বিবৃতি দিয়ে বলেন, ‘‘নিখিলের সঙ্গে আমি লিভ-ইন করেছি । বিয়ে নয় । ফলে বিবাহ বিচ্ছেদের প্রশ্নই ওঠে না ।’’ তবে নুসরতের দাবির সঙ্গে মিলছে না সরকারি নথি ৷

নুসরত কাণ্ডে দূরত্ব তৈরি করে মালব্যকে হুঁশিয়ারি কুণালের
নুসরত কাণ্ডে দূরত্ব তৈরি করে মালব্যকে হুঁশিয়ারি কুণালের

By

Published : Jun 10, 2021, 5:59 PM IST

কলকাতা, 10 জুন : বর্তমানে রাজ্যে সব থেকে চর্চিত নাম নুসরত জাহান (Nusrat Jahan) ৷ এবার সেই নুসরত কাণ্ড থেকে নিজেদের দূরে সরানোর কাজ শুরু করল তৃণমূল কংগ্রেস ৷ পুরো ঘটনাটি নুসরতের ব্যক্তিগত বিষয় বলে আখ্যা দিলেন তৃণমূলেরসদ্য দায়িত্বপ্রাপ্তরাজ্য সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh) ৷ একই সঙ্গে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্যের টুইটের জবাবও দিল তৃণমূল কংগ্রেস ৷

আজ সকালে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য(Amit Malviya) নুসরতকে নিয়ে একটি টুইট করেন ৷ সেখানে নুসরতের শপথ গ্রহনের ভিডিয়ো ছিল ৷ সেখানে মালব্য লেখেন, ‘‘তৃণমূল এমপি নুসরত রুহি জৈনের ব্যক্তিগত জীবন, কাকে তিনি বিবাহ করছেন, কার সঙ্গে তিনি ছিলেন, এতে কারও কিছু বলার নেই ৷ কিন্তু তিনি একজন নির্বাচিত জনপ্রতিনিধি ও পার্লামেন্টে দাঁড়িয়ে অন রেকর্ড তিনি লিখিল জৈনকে বিবাহের কথা বলেন ৷ তিনি কি সংসদ ভবনে মিথ্যা কথা বলেছিলেন ?’’

তবে মালব্যের টুইটের জবাব দিতেও দেরি করেনি তৃণমূল কংগ্রেস ৷ দলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ টুইট করেই এর জবাব দেন ৷ তিনি লেখেন, ‘‘ প্রসঙ্গ নুসরত জাহান: বিষয়টি ব্যক্তিগত । এর সঙ্গে রাজনীতি বা দলের কোনও সম্পর্ক নেই । বিজেপির মালব্য এসব নিয়ে টুইট না করাই ভাল । তর্ক শুরু হলে বিজেপির পক্ষে ভাল হবে না । তৃণমূল মানুষের কাজ নিয়ে ব্যস্ত ।’’

আরও পড়ুন:পিএসির চেয়ারম্যান পদে শাসক দলের বিধায়ক ? শুরু জল্পনা

প্রসঙ্গত কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় নুসরতের অন্তসত্ত্বা হওয়ার খবর ছড়িয়ে পড়ে ৷ এরপর তোলপাড় শুরু হয়ে নেটিজেনদের মধ্যে ৷ বিতর্ক নিয়ে বুধবার বসিরহাটের তৃণমূল সাংসদ ও অভিনেত্রী নুসরত জাহান বিবৃতি দিয়ে বলেন, ‘‘নিখিলের সঙ্গে আমি লিভ-ইন করেছি । বিয়ে নয় । ফলে বিবাহ বিচ্ছেদের প্রশ্নই ওঠে না ।’’ তবে নুসরতের দাবির সঙ্গে মিলছে না সরকারি নথি ৷ এমনকি লোকসভার ওয়েবসাইটে জয়ী তৃণমূল সাংসদদের যে তালিকা আছে, সেখানেও স্পষ্ট লেখা আছে তিনি বিবাহিত । স্বামীর নাম নিখিল জৈন ।

ABOUT THE AUTHOR

...view details