কলকাতা, 13 এপ্রিল: আগামিকাল শুক্রবার বাংলায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ ওইদিনই আবার শেষ হচ্ছে বাংলা বছর ৷ চৈত্র সংক্রান্তি ৷ যে দিনটিকে কার্যত অশুভ বলেই মনে করেন অধিকাংশ বাঙালি ৷ বঙ্গ সফরের জন্য সেই দিনটিকেই বেছে নিয়েছেন অমিত শাহ ৷ তাই এই নিয়ে বিজেপির এই হেভিওয়েটে নেতার বিরুদ্ধে কটাক্ষ ছুঁড়ে দিল তৃণমূল কংগ্রেস ৷ বাংলার শাসক দলের নেতা তথা রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিকের কটাক্ষ, ‘‘বাংলার সংস্কৃতি সম্পর্কে ওঁর কোনও ধারণা নেই ৷’’ তবে শুধু কটাক্ষ নয়, বাংলায় শাহী সফরের আগে দুর্নীতি প্রসঙ্গে পাঁচটি প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র ৷
প্রসঙ্গত, শুক্রবার দু’দিনের বাংলা সফরে আসছেন অমিত শাহ ৷ বীরভূমে তাঁর জনসভা করার কথা রয়েছে ৷ শনিবারও তিনি বাংলায় থাকবেন ৷ তাই তাঁর শুক্রবার চৈত্র সংক্রান্তিতে বাংলায় রাত কাটানোর প্রসঙ্গ তুলেই আক্রমণে নেমেছে ঘাসফুল শিবির ৷ বৃহস্পতিবার তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠকে মন্ত্রী পার্থ ভৌমিক বলেন, "বাংলার মাটিতে আমরা যারা বড় হয়েছি, আমরা জানি চৈত্র সংক্রান্তিতে বাইরে কোথাও থাকতে নেই । কিন্তু বাংলার সংস্কৃতি সম্পর্কে ওঁর কোনও ধারণা নেই বলেই উনি ওই দিনটাই বেছে নিয়েছেন ।’’
তিনি এই নিয়ে নিশানা করেছেন বঙ্গ বিজেপির নেতাদেরও ৷ তাঁর বক্তব্য, ‘‘বাংলার যাঁরা বিজেপি নেতা, তাঁদের এখন বাংলার সংস্কৃতি সম্পর্কে কোনও ধারণা নেই । তারাও গুজরাতি সংস্কৃতি বাংলার মাঠে প্রতিষ্ঠিত করার জন্য নববর্ষকে গুরুত্ব না দিয়ে বাংলার সংস্কৃতিকে অগ্রাহ্য করে চৈত্র সংক্রান্তির দিনকেই দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে বাংলার বুকে আহ্বান জানিয়েছেন ।"