পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

TMC Slams Amit Shah: চৈত্র সংক্রান্তিতে বাংলায় অমিত শাহের সফর নিয়ে কটাক্ষ তৃণমূলের

শুক্রবার বাংলায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ ওই দিন চৈত্র সংক্রান্তি ৷ এমন দিনে কেন বাংলায় আসছেন এই বিজেপি নেতা, সেই প্রশ্ন তুলে কটাক্ষ করল তৃণমূল কংগ্রেস ৷

TMC Slams Amit Shah
TMC Slams Amit Shah

By

Published : Apr 13, 2023, 7:16 PM IST

কলকাতা, 13 এপ্রিল: আগামিকাল শুক্রবার বাংলায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ ওইদিনই আবার শেষ হচ্ছে বাংলা বছর ৷ চৈত্র সংক্রান্তি ৷ যে দিনটিকে কার্যত অশুভ বলেই মনে করেন অধিকাংশ বাঙালি ৷ বঙ্গ সফরের জন্য সেই দিনটিকেই বেছে নিয়েছেন অমিত শাহ ৷ তাই এই নিয়ে বিজেপির এই হেভিওয়েটে নেতার বিরুদ্ধে কটাক্ষ ছুঁড়ে দিল তৃণমূল কংগ্রেস ৷ বাংলার শাসক দলের নেতা তথা রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিকের কটাক্ষ, ‘‘বাংলার সংস্কৃতি সম্পর্কে ওঁর কোনও ধারণা নেই ৷’’ তবে শুধু কটাক্ষ নয়, বাংলায় শাহী সফরের আগে দুর্নীতি প্রসঙ্গে পাঁচটি প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র ৷

প্রসঙ্গত, শুক্রবার দু’দিনের বাংলা সফরে আসছেন অমিত শাহ ৷ বীরভূমে তাঁর জনসভা করার কথা রয়েছে ৷ শনিবারও তিনি বাংলায় থাকবেন ৷ তাই তাঁর শুক্রবার চৈত্র সংক্রান্তিতে বাংলায় রাত কাটানোর প্রসঙ্গ তুলেই আক্রমণে নেমেছে ঘাসফুল শিবির ৷ বৃহস্পতিবার তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠকে মন্ত্রী পার্থ ভৌমিক বলেন, "বাংলার মাটিতে আমরা যারা বড় হয়েছি, আমরা জানি চৈত্র সংক্রান্তিতে বাইরে কোথাও থাকতে নেই । কিন্তু বাংলার সংস্কৃতি সম্পর্কে ওঁর কোনও ধারণা নেই বলেই উনি ওই দিনটাই বেছে নিয়েছেন ।’’

তিনি এই নিয়ে নিশানা করেছেন বঙ্গ বিজেপির নেতাদেরও ৷ তাঁর বক্তব্য, ‘‘বাংলার যাঁরা বিজেপি নেতা, তাঁদের এখন বাংলার সংস্কৃতি সম্পর্কে কোনও ধারণা নেই । তারাও গুজরাতি সংস্কৃতি বাংলার মাঠে প্রতিষ্ঠিত করার জন্য নববর্ষকে গুরুত্ব না দিয়ে বাংলার সংস্কৃতিকে অগ্রাহ্য করে চৈত্র সংক্রান্তির দিনকেই দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে বাংলার বুকে আহ্বান জানিয়েছেন ।"

অন্যদিকে মহুয়া মৈত্র দুর্নীতির প্রসঙ্গ তুলেছেন ৷ স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশ্যে ছুঁড়ে দিয়েছেন পাঁচটি প্রশ্ন ৷ জানতে চেয়েছেন, বিজেপি বলছে দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের কথা৷ অথচ বাংলায় দুর্নীতিগ্রস্ত নেতাকে বিরোধী দলনেতা করে রাখা হয়েছে কেন ? কৃষ্ণনগরের সাংসদের দ্বিতীয় প্রশ্ন, একশো দিনের কাজের টাকা নিয়ে বাংলাকে কেন কেন্দ্রীয় সরকার বঞ্চিত করছে ? তৃতীয় প্রশ্নে তিনি বাংলায় সাম্প্রতিক অশান্তির কথা তুলে ধরেছেন ৷ বিহারে অমিত শাহের করা একটি মন্তব্যকে সামনে রেখে জানতে চেয়েছেন যে বাংলায় হিংসায় উস্কানি দেওয়া বিজেপি নেতাদের বিরুদ্ধে কেন কেন্দ্র কোনও ব্যবস্থা নিচ্ছে না ?

নারীর সম্মানের প্রসঙ্গ টেনে তিনি অমিত শাহের দিকে চতুর্থ প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন ৷ তাঁর প্রশ্ন, নারীদের অসম্মান করা নেতাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না ? মহুয়া মৈত্রর পঞ্চম প্রশ্ন হল, কয়লা মাফিয়াদের সঙ্গে কেন বৈঠক করেছিলেন অমিত শাহ ?

অন্যদিকে পার্থ ভৌমিক কয়লাপাচার ও রাজু ঝা খুনের বিষয় নিয়ে একটি ছবি দেখিয়ে বলেন, "কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে কয়লা মাফিয়ার ছবি আছে । তাহলে কেন্দ্রীয় মন্ত্রী যখন একজন কয়লা মাফিয়ার সঙ্গে প্রকাশ্যে ঘুরতে পারেন, তাহলে আসানসোলে যিনি মার্ডার হলেন, তাঁর সঙ্গে কার যোগাযোগ ছিল ? কারণ, 2021 সালও দিলীপবাবু সাড়ম্বরে এঁকে বিজেপিতে যোগ দিয়েছিলেন । তাহলে এঁকে মরতে হল কেন ? তাহলে কি যখন দিল্লিতে ওঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল, তখন বিজেপ নেতাদের নাম চলে আসবে বলে ভয় পেয়েছিলেন । তাই তাকে খুন হতে হল ?"

আরও পড়ুন:14 এপ্রিল বাংলায় আসছেন অমিত, বীরভূমে জনসভা

ABOUT THE AUTHOR

...view details