কলকাতা, 18 জুন:পঞ্চায়েত নির্বাচনের আগে আরও একবার রাজ্যপালকে কড়া আক্রমণ করল তৃণমূল ৷ এমনিতেই রাজভবনের অভিযোগ, সফরের জন্য চারবার চেয়েও হেলিকপ্টার পাননি রাজ্যপাল ৷ এমনই আবহে রাজ্যের সাংবিধানিক প্রধানের বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট আচরণের অভিযোগ তুলল শাসক শিবির ৷ পাশাপাশি রাজ্যপাল তাঁর ব্যবহারের কোট থেকে শুরু করে সানগ্লাস এবং জুতোর মতো জিনিস সরকারি তহবিল থেকে কিনেছেন কি না তা জানতে চাইলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ।
রাজ্যপালের পক্ষে এমন কোনও কাজ করা উচিত নয় বলে দাবি করে কুণাল বলেন, রাজভবনের জন্য যে অর্থ বরাদ্দ হয় তার যথাযথ অডিট হওয়া উচিত ৷ একই সঙ্গে তাঁর আনা অভিযোগ মিথ্যে হলে তিনি ক্ষমা চাইতেও রাজি বলে জানান কুণাল ৷ অন্যদিকে, শনিবার রাতেও টুইটারে রাজ্যপালকে তীব্র আক্রমণ করেন তৃণমূলের এই সাধারণ সম্পাদক ৷ কুণালের অভিযোগ, রাজ্যপাল এক্তিয়ারের বাইরে গিয়ে কাজ করছেন ৷ তিনি বিরোধীদের চেয়ারম্যানের ভূমিকা নিয়েছেন ৷ এবার রাজ্যে বিরোধীরা অনেক বেশি পরিমাণে মনোনয়ন জমা দিয়েছে ৷ অন্যদিকে, তৃণমূল সমর্থকদেরই প্রাণ গিয়েছে ৷