পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Panchayat Elections 2023: রাজ্যপাল কি সরকারি টাকায় কোট-সানগ্লাস কিনেছেন ? প্রশ্ন কুণালের

পঞ্চায়েত নির্বাচনের আগে আবারও রাজ্যপালকে বাক্য বাণে বিদ্ধ করল শাসক শিবির । একদিকে প্রশ্ন তোলা হল তিনি কি সরকারি টাকায় কোট থেকে শুরু করে সানগ্লাস কিনেছেন? অন্যদিকে, তৃণমূল নেতাদের মনে হয়েছে, রাজ্যপাল বিরোধী রাজনৈতিক দলের সদস্যদের মতো আচরণ করছেন।

Etv Bharat
Etv Bharat

By

Published : Jun 18, 2023, 11:30 AM IST

কলকাতা, 18 জুন:পঞ্চায়েত নির্বাচনের আগে আরও একবার রাজ্যপালকে কড়া আক্রমণ করল তৃণমূল ৷ এমনিতেই রাজভবনের অভিযোগ, সফরের জন্য চারবার চেয়েও হেলিকপ্টার পাননি রাজ্যপাল ৷ এমনই আবহে রাজ্যের সাংবিধানিক প্রধানের বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট আচরণের অভিযোগ তুলল শাসক শিবির ৷ পাশাপাশি রাজ্যপাল তাঁর ব্যবহারের কোট থেকে শুরু করে সানগ্লাস এবং জুতোর মতো জিনিস সরকারি তহবিল থেকে কিনেছেন কি না তা জানতে চাইলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ।

রাজ্যপালের পক্ষে এমন কোনও কাজ করা উচিত নয় বলে দাবি করে কুণাল বলেন, রাজভবনের জন্য যে অর্থ বরাদ্দ হয় তার যথাযথ অডিট হওয়া উচিত ৷ একই সঙ্গে তাঁর আনা অভিযোগ মিথ্যে হলে তিনি ক্ষমা চাইতেও রাজি বলে জানান কুণাল ৷ অন্যদিকে, শনিবার রাতেও টুইটারে রাজ্যপালকে তীব্র আক্রমণ করেন তৃণমূলের এই সাধারণ সম্পাদক ৷ কুণালের অভিযোগ, রাজ্যপাল এক্তিয়ারের বাইরে গিয়ে কাজ করছেন ৷ তিনি বিরোধীদের চেয়ারম্যানের ভূমিকা নিয়েছেন ৷ এবার রাজ্যে বিরোধীরা অনেক বেশি পরিমাণে মনোনয়ন জমা দিয়েছে ৷ অন্যদিকে, তৃণমূল সমর্থকদেরই প্রাণ গিয়েছে ৷

আরও পড়ুন : টাকা নিয়ে টিকিট বিক্রির অভিযোগ তৃণমূল বিধায়কের, পালটা আক্রমণ ব্লক সভাপতির

প্রায় একই সুরে রাজ্যপালকে আক্রমণ করেন তৃণমূল সাংসদ সৌগত রায় ৷ সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে দমদমের তৃণমূল সাংসদ জানান, নির্বাচন ঘোষণা হয়ে যাওয়ার পর রাজ্যপালের কোনও ভূমিকাই থাকে না ৷ কোনও ভূমিকা থাকা উচিতও নয় ৷ এখন আইন-শৃঙ্খলা রক্ষা নির্বাচন কমিশনের কাজ, রাজ্যপালের নয় ৷ কমিশন নিজের কাজ করছে ৷ বিরোধীদের মনোনময়নের প্রসঙ্গ তুলে ধরেই তৃণমূল সাংসদ বলেন, "গোটা রাজ্যের মধ্যে ভাঙড়, ক্যানিং, চোপড়া, কোচবিহারের মতো মাত্র কয়েকটি জায়গায় সংঘর্ষ হয়েছে ৷ তা থেকে সামগ্রিক পরিস্থিতি বোঝা যায় না ৷ তবু রাজ্য সরকার এবং শাসকদল এই সন্ত্রাস বন্ধ করতে যা যা দরকার সব করছে ৷"

ABOUT THE AUTHOR

...view details