কলকাতা, 4 জুন : রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির বিরুদ্ধে আজ শহরে প্রতিবাদ মিছিলের শেষে BJP এবং CPI(M)-কে একসুতোয় বেঁধে আক্রমণ শানালেন যুব তৃণমূলের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় । স্বভাবসিদ্ধ ভঙ্গিতে রীতিমতো সুর চড়িয়ে তিনি বলেন, "সদ্য শেষ হওয়া লোকসভা নির্বাচনে BJP-কে ভোট ধার দিয়েছে CPI(M) । সেকারণে সুদ হিসেবে নিচ্ছে পার্টি অফিস ।" পালটা পার্টি অফিস পুনর্দখলের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, "যে পার্টি অফিসগুলো দখল করছে CPI(M) , সেগুলো পুনর্দখলের জন্য প্রস্তুত থাকো ।"
BJP-কে ভোট ধার দিয়েছে CPI(M) : অভিষেক
লোকসভা নির্বাচন সম্পন্ন হওয়ার পর আজ থেকে ফের শহরে প্রতিবাদ অন্দোলন কর্মসূচি শুরু করল তৃণমূল । রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধি এবং রাষ্ট্রায়ত্ত সংস্থার কর্মচারীদের বঞ্চনার প্রতিবাদে গোটা রাজ্য জুড়ে পথে নামে রাজ্যের শাসকদল । শহরে দুটি প্রতিবাদ মিছিল কর্মসূচি করে তারা ।
লোকসভা নির্বাচন সম্পন্ন হওয়ার পর আজ থেকে ফের শহরে প্রতিবাদ অন্দোলন কর্মসূচি শুরু করল তৃণমূল । রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধি এবং রাষ্ট্রায়ত্ত সংস্থার কর্মচারীদের বঞ্চনার প্রতিবাদে গোটা রাজ্য জুড়ে পথে নামে রাজ্যের শাসকদল । শহরে দুটি প্রতিবাদ মিছিল কর্মসূচি করে তারা । উত্তর কলকাতার প্রতিবাদ মিছিলের নেতৃত্বে ছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং দক্ষিণ কলকাতার মিছিলের নেতৃত্বে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । বিকেলে দক্ষিণ কলকাতার গোলপার্ক থেকে হাজরা পর্যন্ত প্রতিবাদ মিছিলের সামনে থেকে নেতৃত্ব দেন অভিষেক । মিছিলে পা মেলান তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি, তৃণমূল নেতা বৈশ্বানর চট্টোপাধ্যায়, দেবাশিস কুমার, স্বরূপ বিশ্বাস সহ অন্যরা । রান্নার গ্যাসের প্রতিকৃতি, প্ল্যাকার্ড, ব্যানার হাতে নিয়ে মিছিলে স্লোগান তোলেন কর্মী-সমর্থকরা । জয়শ্রীরাম -এর পালটা জয়হিন্দ ও জয়বাংলা ধ্বনি লাগাতার ওঠে প্রতিবাদ মিছিল থেকে । আসন কমলেও যে শক্তিক্ষয় হয়নি, তার প্রমাণ দিতেই আজ তৃণমূল পথে নেমেছিল বলেই মনে করছে রাজনৈতিক মহল ।
যদিও মিছিল শেষে তাঁর বক্তব্যে অভিষেক বলেন, "34 থেকে 22 টা আসন হয়েছে । কিন্তু কেউ যদি ভেবে থাকে রক্ত ক্ষরণ হয়েছে তা ভুল হবে । 41 টা কেন্দ্রে ভোট 5 শতাংশ বৃদ্ধি হয়েছে । CPI(M) ভোট ধার দিয়েছে BJP-কে । সুদ হিসেবে দখল নিচ্ছে পার্টি অফিস ।" CPI(M) -এর দখল করা পার্টি অফিসগুলোকে পুনর্দখল করার হুঁশিয়ারি দিয়ে রাখলেন তিনি ।