কলকাতা, 1 অগস্ট: প্রায় 28 কোটি টাকার প্রতারণার অভিযোগ উঠল তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী নুসরত জাহানের বিরুদ্ধে। উত্তর 24 পরগনার নিউটাউনে ফ্ল্যাট পাইয়ে দেওয়ার নাম করে মোট 429 জনকে প্রতারণা করা হয়েছে বলে জানা গিয়েছে । অভিযোগ, গড়িয়াহাটে নুসরত জাহানের একটি সংস্থা রয়েছে । এই সংস্থার অন্যতম ডিরেক্টর পদে রয়েছেন তিনিই । সেই সংস্থাই এই ঘটনার সঙ্গে জড়িত ৷ গড়িয়াহাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন প্রতারিতরা। পাশাপাশি এই ঘটনায় আলিপুর আদালতে একটি মামলাও রুজু হয়েছে।
অভিযোগ, নুসরত জাহানের এই সংস্থা ফ্ল্যাট ও বাড়ি পাইয়ে দেওয়ার নাম করে প্রত্যেক ব্যক্তির কাছ থেকে 5 লক্ষ 55 হাজার টাকা করে নিয়েছিল । টাকা নেওয়ার সময় বলা হয়েছিল, 2018 সালে তাঁদের হাতে 3 বিএইচকে ফ্ল্যাট তুলে দেওয়া হবে । অথচ 5 বছর কেটে গেলেও অভিযোগকারীরা এখনও ফ্ল্যাট হাতে পাননি । তাই বাধ্য হয়েই আইনের দ্বারস্থ হয়েছেন তাঁরা । এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করার জন্য এনফোর্সমেন্ট ডিরেক্টরেটরের দফতরে অভিযোগকারীদের সঙ্গে নিয়ে যান বিজেপি নেতা শঙ্কুদেব পাণ্ডা ।
আরও পড়ুন:নুসরত জাহানের বিরুদ্ধে অভিযোগ জানাতে ইডি দফতরে শঙ্কুদেব পাণ্ডা