পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

"এতই যদি ক্ষমতা তাহলে দিল্লি গিয়ে কেন ভোটার লিস্টে নাম লেখাল ?"

মুকুল রায়ের সঙ্গে সব্যসাচী দত্তর ঘনিষ্ঠতা নিয়ে মুখ খুললেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় । আক্রমণ করলেন মুকুল রায়কেও।

পার্থ চট্টোপাধ্যায়

By

Published : Jul 8, 2019, 8:17 PM IST

Updated : Jul 8, 2019, 11:27 PM IST

কলকাতা, 8 জুলাই : কিছুদিন ধরেই মুকুল রায়ের সঙ্গে সব্যসাচী দত্তর ঘনিষ্ঠতা রাজনৈতিক মহলের আলোচনার বিষয় । সেই প্রসঙ্গে এবার মুখ খুললেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় । বিঁধলেন BJP নেতা মুকুল রায়কেও ।

আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে পার্থবাবু বলেন, "ভাবমূর্তি নষ্ট করা হলে তিনি যে মাপেরই নেতা হোন, দল সেদিকে নজর রাখবে ও প্রয়োজনীয় ব্যবস্থা নেবে । যাঁরা দলের নিয়ম মেনে চলেন না, দলের নিয়ম তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া । দলের বিরুদ্ধে গিয়ে তো আমি কোনও কথা বলতে পারব না ।"

শুনুন পার্থ চট্টোপাধ্যায়ের বক্তব্য

এরপর মুকুল রায়ের বিষয়ে বলেন, "যদি পশ্চিমবঙ্গে এতই ক্ষমতা থাকে, তাহলে দিল্লি গিয়ে কেন ভোটার লিস্টে নাম লেখাল ? যেভাবে মমতা বন্দ্যোপাধ্যাকে তারা আক্রমণ করছে, এবার আর চুপ থাকা যাবে না ।"

পার্থবাবু এর পর সব্যসাচী প্রসঙ্গ এড়িয়ে যেতে চাইলেও সাংবাদিকরা প্রশ্ন করেন তাঁকে । তখন পার্থবাবু সাংবাদিকদের পালটা জিজ্ঞাসা করেন, "আচ্ছা আপনারা বলুন না, উনি কী দলবিরোধী কোনও কাজ করেছেন ? তাহলে সেগুলি আমরা রিপোর্টে রাখি ।" সাংবাদিকদের উদ্দেশে আরও বলেন, "আপনারাই তো তাঁকে দল থেকে ছাড়িয়ে নিয়ে যাওয়ার জন্য এত প্রশ্ন করছেন ।"

পার্থবাবুর কথায়, সব্যসাচী দত্ত দলের এত কোনও বড় নেতা নন যে তাঁকে নিয়ে তৃণমূলকে এত চিন্তাভাবনা করতে হবে । তিনি বলেন, "উনি নিশ্চয় জানেন যে কোনটা করলে ওঁর ভালো হবে । তিনি সেটাই করবেন । পাশাপাশি, আমরাও জানি যে কোনটা করলে দলের ভালো হবে ।"

নির্বাচনের আগে লুচি-তরকারির আমন্ত্রণে সব্যসাচীর বাড়িতে দেখা গিয়েছিল মুকুলকে । এরপর দলের কড়া মনোভাবের মধ্যে গতরাতেও সব্যাসাচীর সঙ্গে মুকুল রায় সাক্ষাৎ করেন । এই প্রসঙ্গে পার্থবাবু কটাক্ষের সুরে বলেন, "আমি তো লুচি আলুর দম খাইয়ে রাজনীতি করি না তাই খুব একটা বলতে পারব না । তবে ছবি দেখে মনে হচ্ছে খাওয়া-দাওয়া ভালোই হচ্ছে । ওঁদের প্লেটের ছবি দেখেছি । অবশ্য আলু, বোঁদে খেলেই যে হবে তা তো নয় । দিল্লির লাড্ডু খেলেই বুঝবে ।"

Last Updated : Jul 8, 2019, 11:27 PM IST

ABOUT THE AUTHOR

...view details