পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

'অযোধ্যায় যা হচ্ছে, তা মরণকালে হরির নাম', বিজেপিকে কটাক্ষ ফিরহাদের

Firhad on Ram Mandir: রামমন্দির উদ্বোধনের আর এক মাসের কিছু বেশি সময় বাকি ৷ তার আগে আজ অযোধ্যা ধাম স্টেশন এবং মহর্ষি বাল্মিকী বিমান বন্দরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ৷ এই উদ্যোগকে কটাক্ষ করলেন তৃণমূল নেতা তথা মন্ত্রী ফিরহাদ হাকিম ৷

ETV Bharat
বিজেপিকে কটাক্ষ ফিরহাদের

By ETV Bharat Bangla Team

Published : Dec 30, 2023, 4:13 PM IST

কলকাতা, 30 ডিসেম্বর: রামমন্দির উদ্বোধন হবে আগামী 22 জানুয়ারি ৷ তার আগে শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্টেশন অযোধ্যা ধাম উদ্বোধন করেন ৷ এর সঙ্গে বন্দে ভারত ও অমৃত ভারত ট্রেনেরও উদ্বোধন করেন ৷ একে মরণকালে হরিনাম বলে কটাক্ষ করলেন রাজ্যের নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম ৷

এদিন তৃণমূলের অন্যতম শীর্ষ নেতা বলেন, "আমরা সেবায় বিশ্বাস করি ৷ রামকৃষ্ণের আদর্শ মেনে, যত মত তত পথেই বিশ্বাস করি ৷ ওখানে (অযোধ্যায়) যা হচ্ছে, সেটা মরণকালে হরিনাম ৷ আমার এক দাদা কাল বন্দে ভারতে এল ৷ দাদা বললেন, ট্রেন যত স্পিডে চলছে, লাইন সেভাবে তৈরি নয় ৷ ট্রেন থর থর করে কাঁপতে কাঁপতে যাচ্ছে ৷ আগে যাত্রী সুরক্ষায় জোর দিন ৷ সেলফি তোলা ছেড়ে পরিকাঠামো গড়ে তুলুন ৷"

আজ উত্তরপ্রদেশ সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী । সেখানে রোডশো করেন তিনি ৷ এরপর অযোধ্যা ধাম রেল স্টেশন উদ্বোধন করেন ৷ সেখান থেকে 2টি অমৃত ভারত এবং 6টি বন্দে ভারত ট্রেনের সূচনা করেন তিনি ৷ এরপর 1 হাজার 450 কোটিরও বেশি অর্থ খরচে সংস্কার করা মহর্ষি বাল্মীকি বিমান বন্দরের উদ্বোধন করেন ৷

এছাড়াও নবীন-প্রবীণ নিয়ে তৃণমূল দ্বন্দ্ব প্রসঙ্গে হাকিম বলেন, "এই দলে আদি নব্য দ্বন্দ্ব নেই ৷ যাঁরাই দল করেন, তাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেই দল করেন ৷" দিল্লির প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে বাংলার ট্যাবলো বাতিল নিয়ে তিনি বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ যাতে দেশের কাছে প্রচার না-পায়, তাই প্রজাতন্ত্র দিবসের ট্যাবলো বাদ দেওয়া হয়েছে ৷ ওরা ভয় পাচ্ছে ৷ মমতার কাজ প্রচারে এলে মোদির উপর মানুষ বিশ্বাস হারাবে ৷"

এদিন অযোধ্যা ধাম স্টেশন থেকে 2টি অমৃত ভারত ট্রেনের উদ্বোধন করেন নরেন্দ্র মোদি ৷ এর মধ্যে একটি ট্রেনের রুট মালদা টাউন থেকে বেঙ্গালুরু পর্যন্ত ৷ এই ট্রেনের মাধ্যমে পশ্চিমবঙ্গ থেকে উত্তরপ্রদেশে পৌঁছনো যাবে ৷ রামমন্দির উদ্বোধনের পরেও 4 মাস দেশজুড়ে সেই অনুষ্ঠান চলবে ৷ আসন্ন ফেব্রুয়ারি মাসে পশ্চিমবঙ্গে উদ্বোধনী অনুষ্ঠান ৷ তবে গোটা বিষয়টি আসন্ন লোকসভার আগে ভোট অঙ্ক মাথায় রেখে গিমিক বলেই মনে করছে তৃণমূল ৷

আরও পড়ুন:

  1. প্রধানমন্ত্রীর হাত ধরে অযোধ্যায় উন্নয়নের নতুন যুগের সূচনা, বার্তা যোগীর
  2. অমৃত ভারত এক্সপ্রেস উদ্বোধনের আগে রেলের গতি স্তব্ধ করল আদিবাসীরা!
  3. সিঙ্গুরের অভিশাপে গুজরাতে টাটা ন্যানো ফেল করেছে, কটাক্ষ ফিরহাদের

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details