কলকাতা, 20 জুলাই : পেগাসাস বিতর্ক যেন পিছু ছাড়ছে না ৷ 24 ঘণ্টার বেশি সময় পেরিয়ে গিয়েছে ৷ কিন্তু, এখনও তা নিয়ে সরগরম রাজ্য রাজনীতি ৷ সম্প্রতি দ্য ওয়ার দাবি করেছে, ভোট কুশলী প্রশান্ত কিশোর ও তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফোনেও নাকি আড়ি পাতা হয়েছিল ৷ এই প্রসঙ্গে এবার টুইটারে সরাসরি অমিত শাহকে আক্রমণ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷
অমিত শাহকে টুইটে একপ্রকার কটাক্ষ করেছেন অভিষেক ৷ তাঁর বক্তব্য, এত কিছুর পরেও বিধানসভা নির্বাচনে বাংলা জয় করতে পারলেন না ৷ সেইসঙ্গে 2024 সালের কথা উল্লেখ করে একপ্রকার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন অভিষেক ৷ টুইটে লেখেন, "যারা হেরে গিয়েছে তাদের জন্য দুই মিনিটের নীরবতা ৷ ইডি, সিবিআই, এনআইএ, আইটি, ইএসআই- এসবের সঙ্গে জোট করে, অর্থ দিয়ে ভোটের ময়দানে কোনও লাভ করতে পারেনি বিজেপি ৷ পেগাসাস-কে কাজে লাগিয়েও অমিত শাহ বাংলায় নিজেদের মুখ রক্ষা করতে পারেননি ৷ দয়া করে সমস্ত ক্ষমতা নিয়ে 2024-এ আসুন ৷ "
আরও পড়ুন,Pegasus 2 : আড়ি পাতা হয়েছে পিকের ফোনে, নিশানায় ছিলেন অভিষেকও !
রবিবার রাত থেকেই সংবাদের শিরোনামে রয়েছে পেগাসাস ৷ অভিযোগ, এই সফটওয়্যারের মাধ্যমে অনেকের ফোনে আড়ি পাতছে কেন্দ্রীয় সরকার ৷ যদিও, এই অভিযোগকে একেবারে নস্যাৎ করে দিয়েছে সরকার ৷ ভিত্তিহীন বলে দাবি করেছে তারা ৷ তবে পেগাসাসের নিশানায় নাকি মন্ত্রী থেকে বিচারক, বহু প্রভাবশালী ব্যক্তি রয়েছেন ৷ যত সময় এগোচ্ছে, তালিকা ততই লম্বা হচ্ছে ৷ পেগাসাসের নিশানার যে তালিকা প্রকাশ্যে এসেছে, তাতে রাহুল গান্ধির দুটি মোবাইল নম্বর রয়েছে ৷ বাদ নেই মোদির টিমও ৷ নরেন্দ্র মোদির মন্ত্রিসভার অন্তত পক্ষে দু'জন মন্ত্রীর নাম রয়েছে তালিকায় ৷ তাঁদের মধ্যে একজন অশ্বিনী বৈষ্ণব, যিনি সদ্য রেল মন্ত্রকের দায়িত্ব পেয়েছেন ৷ এছাড়া মোদির ক্যাবিনেটের রাষ্ট্রমন্ত্রী প্রহ্লাদ সিং প্যাটেলের নামও রয়েছে ৷ প্যাটেলের ঘনিষ্ঠ 18 জনের মোবাইলে আড়ি পাতার চেষ্টা হয়েছে বলে তালিকায় দেখা যাচ্ছে ৷ এছাড়াও তালিকায় রয়েছেন নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে যুক্ত একাধিক ব্যক্তি ৷ নাম রয়েছে অশোক লাভাসার ৷ এই অশোক লাভাসাই একমাত্র নির্বাচন কমিশনার, যিনি 2019 এর লোকসভা ভোটের সময় আদর্শ আচরণবিধি লঙ্ঘনের জন্য মোদির দোষ খুঁজে বের করেছিলেন ৷
আরও পড়ুন,Spyware Pegasus : গোপনে তথ্য চুরি করেই নিজেকে ধ্বংস করে দেয় পেগাসাস
আর এই সবের মধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায়, প্রশান্ত কিশোরদের মতো নাম উঠে আসায় আরও পারদ চড়তে শুরু করে ৷ রিপোর্টে দেখা যাচ্ছে, অভিষেকের ব্যক্তিগত সচিবের নামও রয়েছে সেই তালিকায় ৷ উল্লেখ্য, একুশের বিধানসভা ভোটে মমতার ভোটকুশলী হয়ে কাজ করেছিলেন প্রশান্ত কিশোর ৷ তাহলে কি বঙ্গজয়ের জন্যই পিকের গতিবিধির উপর নজর রাখতে চাইছিল বিজেপি ? তা নিয়েই প্রশ্ন উঠছে ৷ এদিকে, মমতা জাতীয় স্তরে দলের যে ঘুঁটি সাজাতে শুরু করেছেন, তা মূলত অভিষেককে সামনে রেখেই করা হচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা ৷ এই পরিস্থিতিতে পেগাসাসের নিশানার তালিকায় অভিষেকের নাম থাকাটা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে ৷
যদিও, কেন্দ্র যেমন এই অভিযোগকে একেবারে ভিত্তিহীন বলে দাবি করেছে ৷ তেমনই, পেগাসাসও তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে ৷