কলকাতা, 12 ডিসেম্বর:কেন্দ্রের বিরুদ্ধে বিভিন্ন প্রকল্পের অর্থ বকেয়া রাখার অভিযোগ দীর্ঘদিন ধরে করে আসছে তৃণমূল কংগ্রেস ৷ সেই বকেয়ার দাবিতে আগামী 20 ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেই নিয়ে সোশাল মিডিয়ায় প্রচার শুরু করেছে ঘাসফুল শিবির ৷ বকেয়ার দাবিতে রাজ্য়ের শাসক দলের নয়া স্লোগান ‘হকের টাকা দিন, নয়তো গদি ছাড়ুন’ ।
বর্তমানে উত্তরবঙ্গ সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ রোজ তিনি কোনও না কোনও কর্মসূচিতে যোগদান করছেন ৷ সেই কর্মসূচিগুলি থেকে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে সরব হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর মুখেও কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে হকের টাকা না দিতে পারলে গদি ছাড়ার দাবি শোনা গিয়েছে ৷ সেই দাবিকেই স্লোগান আকারে সামনে নিয়ে এসেছে তৃণমূল কংগ্রেস ৷
এই নিয়ে শাসক দলের সোশাল মিডিয়া সেলের এক শীর্ষ নেতা জানিয়েছেন, বাংলা কারও কাছ থেকে ভিক্ষা চাইছে না । বরং বাংলার মানুষের হকের টাকা চাইতেই দিল্লি যাচ্ছেন তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।