পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আজ নয়, বুধে প্রকাশ হতে পারে তৃণমূলের প্রার্থী তালিকা

আজ তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা হচ্ছে না। পরিবর্তে বুধবার প্রকাশ হবে প্রথম দফার তালিকা। আজ প্রার্থী তালিকা চৃড়ান্ত করতে কালীঘাটে বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্য়ায়।

TMC Candidate list may publish on Wednesday
মমতা বন্দ্যোপাধ্য়ায়

By

Published : Mar 1, 2021, 1:21 PM IST

কলকাতা, 1 মার্চ : আট দফায় ভোট। কিন্তু প্রার্থী কারা? কোনও দলের তরফেই এখনও প্রার্থী তালিকা প্রকাশ করা হয়নি। এদিকে শোনা যাচ্ছিল আজই প্রার্থী তালিকা ঘোষণা করতে পারে তৃণমূল কংগ্রেস। কিন্তু আজ সব জল্পনায় জল ঢেলেছে। আজ কোনও প্রার্থী তালিকা ঘোষণা করা হবে না। পরিবর্তে হতে পারে 3 মার্চ অর্থাৎ বুধবার।

আসন্ন বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট গত শুক্রবার প্রকাশ করেছে কমিশন। সেদিনই সন্ধে বেলায় নিজের বাড়িতে সাংবাদিক বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। কিন্তু কোনও প্রার্থী তালিকা ঘোষণা করেননি তিনি। এরপর আজ প্রার্থী তালিকা ঘোষণা করা হবে বলে জানা যায়। কিন্তু তাও সঠিক নয় বলে খবর। সূত্রের খবর, আগামী বুধবার ঘোষণা হবে তৃণমূলের প্রথম দফার প্রার্থী তালিকা।

প্রথম দফা কেন?

এবার আট দফায় ভোট। তাই অনেকেই মনে করছেন এক দফাতে নয়, বেশ কয়েক দফাতে নাম ঘোষণা হতে পারে। কেন এমন মনে করা? অনেকের মতে প্রার্থী তালিকা নিয়ে অনেক নেতা অখুশি থাকতে পারেন। এদিকে দলবদলের হিরিক চলছে। তাই একবারে পুরো প্রার্থী তালিকা ঘোষণা করলে তাতে কেউ অখুশি হয়ে দল বদল করলে ভোটের মুখে সমস্য়ায় পড়বে রাজ্য়ের শাসক দল। লড়াই আরও কঠিন হতে পারে। সেকারণে কয়েকদফাতে প্রার্থী ঘোষণার সম্ভাবনা।

মমতার বাড়িতে পুজো

এর পাশাপাশি জানা যাচ্ছে, চৃড়ান্ত প্রার্থী তালিকা ঠিক করতে আজ কালীঘাটে নিজের বাড়িতে বৈঠকে বসছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়। উপস্থিত থাকতে পারেন দলের শীর্ষ নেতৃত্ব ও ভোট কৌশলী প্রশান্ত কিশোর।

প্রার্থী তালিকা নিয়েও এবার বেশ কিছু জল্পনা শোনা যাচ্ছে। একাধিক তারকা প্রার্থী হতে পারেন বলে খবর। আবার হেভিওয়েটদের আসন বদলের সম্ভাবনা রয়েছে। তৃণমূল সূত্রের খবর, এবার টিকিট নাও পেতে পারেন রুপালি পর্দার দুই তারকা দেবশ্রী রায়, চিরঞ্জিৎ। মূলত স্বচ্ছতা দুর্নীতি মুক্ত ইমেজকে সামনে রেখেই প্রার্থী তালিকা তৈরি করতে তৎপর ভোট কৌশলী প্রশান্ত কিশোর। দলের প্রার্থী তালিকায় এবার মূলত নবীন মুখের আধিক্য দেখা যেতে পারে।

ABOUT THE AUTHOR

...view details