কলকাতা, 7 অগস্ট : এমনিতেই মুকুল রায়ের অবস্থান নিয়ে বিধানসভায় ঘোর ধোঁয়াশা । তিনি বিজেপিতে নেই তা প্রমাণ করতে গিয়ে দলিল-দস্তাবেজ নিয়ে কখনও অধ্যক্ষের ঘরে, আবার কখনও আদালতে দৌড়চ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । মুকুল যে এই মুহূর্তে তৃণমূলে রয়েছেন, তা প্রমাণ করতে রীতিমতো আদা-জল খেয়ে নেমেছেন শুভেন্দু । কিন্তু এসবের মধ্যেই বিরোধী দলনেতার জন্য সমস্যা আরও বাড়ালেন মুকুল ।
কৃষ্ণনগরের মাটিতে বসেই বিজেপির প্রশংসা করে তিনি শুভেন্দুকে বেকায়দায় ফেললেন । যদিও ঘটনাটিকে যত সহজ ভাবে দেখা হচ্ছে, ততটা সহজ নয় বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা । আসলে দীর্ঘদিন ধরে অসুস্থ মুকুল গতকাল সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মুখ ফসকে বিজেপি নেতার মত বক্তব্য রাখতে শুরু করেন । পরে অবশ্য তিনি নিজের ভুল শুধরে নেন । কিন্তু এই ভুল নিয়েই তৈরি হয়েছে জল্পনা । আসলে সাংবাদিকদের সামনে এ-হেন ভুল কি কোনও রাজনৈতিক কৌশল ? নাকি নিছক ভুল করে এমন বলেছেন মুকুল ? তা নিয়ে তৈরি হয়েছে জল্পনা । রাজনীতিতে চাণক্য বলে খ্যাত মুকুল রায়ের কাছে এমন ভুল অপ্রত্যাশিত । আর তাই প্রশ্ন উঠছে, এ কি জেনে শুনে ভুল !
কি বলেছেন মুকুল ? রাজ্যের উপনির্বাচন নিয়ে প্রশ্ন করা হলে মুকুল রায় বলেন, "ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমি বলতে পারি যে তৃণমূল কংগ্রেস পর্যুদস্ত হবে । এখানে ভারতীয় জনতা পার্টি নিজেকে প্রতিষ্ঠা করবে ।"