কলকাতা, 7 ডিসেম্বর:এবার ট্রেন যাত্রীদের জন্য সুখবর ৷নিত্য যাত্রীদের ট্রেনের সময় বা কোনও প্ল্যাটফর্ম থেকে ট্রেন ছাড়ছে, তা নিয়ে আর বিভ্রান্ত হতে হবে না । শিয়ালদা ডিভিশনের প্ল্যাটফর্মগুলিতে ইন্টিগ্রেটেড প্যাসেঞ্জার ইনফরমেশন সিস্টেম বা আইপিআইএস বসানোর প্রক্রিয়া শুরু হয়েছে ইতিমধ্যেই। শিয়ালদা ডিভিশনের সিগন্যাল ও টেলিকমিউনিকেশন ডিপার্টমেন্টের তরফে এই উদ্যোগ নেওয়া হয়েছে। যাত্রীদের সুবিধার্থে শিয়ালদা ডিভিশনের সবকটি স্টেশনের প্ল্যাটফর্মেই থাকবে এই ব্যবস্থা।
কোন ট্রেন কখন, কত নম্বর স্টেশন থেকে ছাড়ছে এবং কখন প্রবেশ করছে সেই সব তথ্য ভেসে উঠবে ডিসপ্লে বোর্ডেে। শুধু তাই নয় রেল সংক্রান্ত অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্যও এই ব্যবস্থার মাধ্যমে শোনা ও দেখা যাবে। প্ল্যাটফর্ম ছাড়াও কনকোর্স জুড়ে এই ধরনের ডিজিটাল ডিসপ্লে বোর্ড এবং স্বয়ংক্রিয় ঘোষণার (অটোমেটেড ভয়েস অ্যানাউন্সমেন্ট) ব্যবস্থার বন্দোবস্ত করা হচ্ছে । কোন ট্রেন কোথায় কখন আসছে কিংবা ট্রেন আসতে দেরি হচ্ছে কি না, সেইসব তথ্য জানতে অনেক সময় টিকিট কাউন্টারে ছুটে বেরাতে হয়। ফলে যেমন সময় নষ্ট হয়, তেমনই হয়রানিও শিকার হন যাত্রীরা । নয়া পরিষেবায় সেই বিভ্রান্তি কাটবে এবং যাত্রীদের অনিশ্চয়তা দূর হবে। এই ডিসপ্লে বোর্ডগুলো এমন জায়গায় বসানো হচ্ছে যাতে তা সহজেই যাত্রীদের চোখে পড়ে ।