কলকাতা, 6 এপ্রিল: লকডাউনের মধ্যেই নেদারল্যান্ডসের জাদুঘর থেকে চুরি গিয়েছে ভ্যান গগের দুষ্প্রাপ্য ছবি । সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে ইন্ডিয়ান মিউজিয়ামের নিরাপত্তা ব্যবস্থা আরও আঁটসাঁট করা হল ।
নেদারল্যান্ডসে ভ্যান গগের ছবি চুরি থেকে শিক্ষা, নিরাপত্তা বাড়ল ভারতীয় জাদুঘরে
সম্প্রতি নেদারল্যান্ডসের সিংগার লারেন জাদুঘর থেকে কিংবদন্তি চিত্রশিল্পী ভিনসেন্ট ভ্যান গগের একটি দুষ্প্রাপ্য ছবি চুরি গেছে । ভ্যান গগের আঁকা- 'Parsonage Garden at Nuenen in Spring' এর আনুমানিক দাম প্রায় 5 মিলিয়ন ডলার । এই ঘটনার পরই নিরাপত্তা নিয়ে আরও বেশি তৎপর ভারতীয় জাদুঘর কর্তৃপক্ষ ।
সম্প্রতি নেদারল্যান্ডসের সিংগার লারেন(Singer Laren) জাদুঘর থেকে কিংবদন্তি চিত্রশিল্পী ভিনসেন্ট ভ্যান গগের একটি দুষ্প্রাপ্য ছবি চুরি গেছে । ভ্যান গগের আঁকা- 'Parsonage Garden at Nuenen in Spring' এর আনুমানিক দাম প্রায় 5 মিলিয়ন ডলার । এই ঘটনার পরই নিরাপত্তা নিয়ে আরও বেশি তৎপর ভারতীয় জাদুঘর কর্তৃপক্ষ ।
জাদুঘরের ভারপ্রাপ্ত অধিকর্তা অরিজিৎ দত্তচৌধুরি বলেন, "আমি নিয়মিত জাদুঘরের নিরাপত্তারক্ষীদের সঙ্গে যোগাযোগ বজায় রাখছি । তাঁরা প্রতিদিন আমাকে একটি রিপোর্ট পাঠাচ্ছেন যেখানে প্রতিটি ঘরের সিল ঠিক রয়েছে কি না বা কোথাও কোনও সমস্যা হচ্ছে কি না জানতে পারছি । এছাড়াও গত ডিসেম্বর থেকে এখন পর্যন্ত বেসরকারি নিরাপত্তা সরিয়ে কেন্দ্রীয় নিরাপত্তা CISF (Central Industrial Security Force ) মোতায়েন করা হয়েছে । তাঁরা জাদুঘর চত্বরের মধ্যেই রয়েছে সারাক্ষণ । এছাড়া CCTV ক্যামেরার বিস্তারিত রিপোর্ট আমার কাছে নিয়মিত আসছে ।
তিনি আরও বলেন, নিরাপত্তা ছাড়াও মিউজিয়ামের ভেতর 400টির বেশি ক্লোজ সার্কিট ক্যামেরা দিয়ে পুরো চত্বরের নিরাপত্তা সুনিশ্চিত করা হয় । CISF-এর অ্যাসিস্টেন্ট কমান্ডেন্টও রয়েছেন জাদুঘরের ভেতরের পুরো বিষয়টি নজরে রাখার জন্য । বর্তমানে মিউজিয়াম চত্বরে 57 জন CISF এর নিরাপত্তারক্ষীকে মোতায়েন রাখা হয়েছে । তারা বাইরে ও ভেতরে নজরদারি চালাচ্ছেন সবসময় । বর্তমানে ভিক্টোরিয়া মেমোরিয়ালও CISF -এর নিরাপত্তায় রয়েছে।
প্রসঙ্গত, ইন্ডিয়ান মিউজিয়ামের দুই শতবর্ষের পূর্তি উৎসবের আগে 2013 সালে সংস্কারের কাজের জন্য দীর্ঘ 5 মাস বন্ধ ছিল এই জাদুঘর । তার আগে কখনও বন্ধ থাকেনি জাদুঘর ।