পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

TET Agitation: রাতভর 'নিখোঁজ' থাকার পর সন্ধান মিলল তিন চাকরিপ্রার্থীর - শিক্ষক নিয়োগ দুর্নীতি

বৃহস্পতিবার রাতে করুণাময়ীর ধরনা মঞ্চ থেকে টেট আন্দোলনকারীদের (TET Agitation) সরিয়ে দেয় পুলিশ ৷ তখন থেকেই 'নিখোঁজ' ছিলেন তিন আন্দোলনকারী ৷ শুক্রবার সকালে অবশেষে তাঁদের খোঁজ পাওয়া গেল ৷

Three Agitators Were Found After Being Missing Overnight During TET Agitation at Karunamoyee
TET Agitation: রাতভর 'নিখোঁজ' থাকার পর সন্ধান মিলল তিন চাকরিপ্রার্থীর

By

Published : Oct 21, 2022, 12:12 PM IST

Updated : Oct 21, 2022, 1:16 PM IST

কলকাতা, 21 অক্টোবর: বৃহস্পতিবার রাতভর নিখোঁজ থাকার পর অবশেষে খোঁজ মিলল টেট উত্তীর্ণ আন্দোলনরত তিন চাকরিপ্রার্থীর (Three Agitators Were Found) ৷ এঁরা হলেন অচিন্ত্য সামন্ত, অচিন্ত্য ধারা এবং অর্ণব ঘোষ ৷ আন্দোলনকারীদের দাবি ছিল, বৃহস্পতিবার রাতে আন্দোলনস্থলে (TET Agitation) পুলিশের অভিযানের পর থেকেই খোঁজ মিলছিল না তাঁদের ৷ এ নিয়ে সংবাদমাধ্যমে খবরও সম্প্রচার হয় ৷ সাংবাদিকদের প্রশ্নের মুখে 'সহযোদ্ধা'দের প্রতি উদ্বেগ প্রকাশ করতেও দেখা যায় আন্দোলনকারীদের ৷ অবশেষে 'নিখোঁজ' তিন আন্দোলনকারীর খোঁজ মেলায় স্বস্তি প্রকাশ করেছেন তাঁরা ৷

অবিলম্বে নিয়োগের দাবিতে গত কয়েক দিন ধরে আন্দোলনে বসেছিলেন 2014 সালের টেট উত্তীর্ণরা ৷ তাঁদের কয়েকজন আবার আমরণ অনশনও শুরু করেন ৷ আন্দোলনকারীদের তুলতে এরপর কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) মামলা দায়ের করে রাজ্য সরকার ৷ আন্দোলনস্থলে জারি করা হয় 144 ধারা ৷ আদালতও জানিয়ে দেয়, আন্দোলনকারীদের 144 ধারা মানতেই হবে ৷ এরপর ছোট ছোট দলে ভাগ হয়ে অভিনব কায়দায় বিক্ষোভ দেখা শুরু করেন চাকরিপ্রার্থীরা ৷ কিন্তু, এই পন্থা অবলম্বন করেও পুলিশকে ঠেকানো যায়নি ৷ পুলিশের তরফে আন্দোলনকারীদের উঠে যেতে বলা হয় ৷ অনুরোধ, অনুনয়, হুঁশিয়ারি কোনও কিছুতেই কাজ না হওয়ায় শেষ পর্যন্ত অভিযানে নামে পুলিশ ৷ আন্দোলনকারীদের টেনে, হিঁচড়ে, চ্যাংদোলা করে তুলে নিয়ে যাওয়া হয় ৷ কিছুক্ষণের মধ্যেই ফাঁকা হয়ে যায় আন্দোলনস্থল ৷ এরপর 2017 সালের টেট উত্তীর্ণদের বিক্ষোভ আন্দোলনও উঠিয়ে দেয় পুলিশ ৷

আরও পড়ুন:15 মিনিটের অভিযান, মাঝরাতে টেট আন্দোলনকারীদের ধর্নামঞ্চ থেকে সরাল পুলিশ

এরই মধ্যে অভিযোগ ওঠে, 2014 সালের টেট উত্তীর্ণদের যে আন্দোলন চলছে, সেই মঞ্চের তিন নেতাকে খুঁজে পাওয়া যাচ্ছে না ! আন্দোলনকারীরা হুঁশিয়ারি দেন, শুক্রবার সকাল 11টার মধ্যে তাঁদের খোঁজ না মিললে আরও বড় আন্দোলনে নামবেন তাঁরা ৷ তবে, তার আগেই খোঁজ মিলল অচিন্ত্য সামন্ত, অচিন্ত্য ধারা এবং অর্ণব ঘোষের ৷ সূত্রের দাবি, তাঁদের তিনজনকেই আটক করেছিল পুলিশ ৷ শেষ খবর পাওয়া পর্যন্ত জানা গিয়েছে, ওই তিন আন্দোলনকারীকে বিধাননগর পূর্ব থানায় আটক করে রাখা হয়েছিল ৷ পরে তাঁদের ছেড়ে দেওয়া হয় ৷ এরপর ওই তিন আন্দোলনকারী একটি মামলার সূত্রে কলকাতা হাইকোর্টে যান ৷

প্রসঙ্গত, কলকাতা হাইকোর্টই নির্দেশ দিয়েছে, আন্দোলনকারীদের 144 ধারা মানতে হবে ৷ পালটা মামলা করেছেন আন্দোলনকারীরাও ৷ সেই মামলার প্রেক্ষিতেই অচিন্ত্য সামন্ত, অচিন্ত্য ধারা এবং অর্ণব ঘোষ শুক্রবার কলকাতা হাইকোর্টে যান বলে জানা গিয়েছে ৷

Last Updated : Oct 21, 2022, 1:16 PM IST

ABOUT THE AUTHOR

...view details