পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

"বোমা আছে", হুমকি ফোনে জরুরি অবতরণ কলকাতাগামী বিমানের

এয়ার এশিয়ার বিমানে বোমাতঙ্ক । জরুরি অবতরণ ফ্লাইট নম্বর AI5888-এর ।

By

Published : May 26, 2019, 7:15 PM IST

Updated : May 26, 2019, 10:56 PM IST

ফাইল ফোটো

কলকাতা, 26 মে : এয়ার এশিয়ার বিমানে বোমাতঙ্ক । আজ বেঙ্গালুরু বিমানবন্দরে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি ফোন করে বলেন, "AI5888 বিমানে বোমা আছে । বিমান থেকে যাত্রীদের নামিয়ে নিন ।" এরপরেই ওই বিমানটির জরুরি অবতরণ করানো হয় ।

বেঙ্গালুরু বিমানবন্দরে ফোন আসার পর ওই বিমানের খোঁজ শুরু করে কর্তৃপক্ষ । জানা যায়, বিমানটি বাগডোগরা থেকে 179 জন যাত্রী নিয়ে কলকাতায় রওনা দিয়েছে । এরপর ওই বিমানের চালকের সঙ্গে যোগাযোগ করে এয়ার ট্রাফিক কন্ট্রোল(ATC) । কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণের নির্দেশ দেওয়া হয় । কলকাতা বিমানবন্দরে অবতরণ করার পর যাত্রীদের বিমানটি থেকে নামিয়ে আনা হয় । CISF বিমানটিকে ঘিরে ফেলে । বিমানের ভিতর তল্লাশি শুরু করে বম স্কয়্যাড । তবে, তল্লাশিতে কিছু পাওয়া যায়নি ।

DGCA সূত্রে জানা গেছে, যে নম্বর থেকে ওই ফোনটি এসেছিল সেই নম্বরের তথ্য খতিয়ে দেখতে পুলিশকে আবেদন করা হবে । পাশাপাশি শুধুমাত্র আতঙ্ক তৈরি করতে নাকি এর পিছনে অন্য কোনও উদ্দেশ্য ছিল তা খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে ।

Last Updated : May 26, 2019, 10:56 PM IST

ABOUT THE AUTHOR

...view details