কলকাতা, 23 জুন : মুখ্যমন্ত্রী নিজে ফোন করে 24 জুন নবান্নে সর্বদলীয় বৈঠকে উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়েছেন । গতকাল সল্টলেকে নিজের বাসভবনে সাংবাদিক বৈঠক করে একথা জানান BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । রাজ্যের কোরোনা পরিস্থিতি নিয়ে 24 জুন সর্বদলীয় বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী ।
সর্বদলীয় বৈঠক প্রসঙ্গে BJP-র রাজ্য সভাপতি বলেন, ‘‘আমরা ওই বৈঠকে যাব । সরকারকে যেটা সাজেশন দেওয়ার সেটা দেব। দু'টি বিষয় আমরা তুলে ধরব । জনগণের স্বার্থে আমাদের যে তথ্য দেওয়া উচিত আমরা সেই তথ্য দেব । এই বৈঠকটা অন্তত 2 মাস আগে হওয়া উচিত ছিল । বর্তমানে সমস্যা এখন হাতের বাইরে চলে গিয়েছে । মুখ্যমন্ত্রী এখন সবাইকে ডাকছেন । আমরা সরকারকে সহযোগিতা করতে প্রস্তুত আছি । আমিই গত দুই মাস ধরে বলে আসছি, প্রধানমন্ত্রী যদি 6 বার মুখ্যমন্ত্রীদের সঙ্গে বসতে পারেন, দিল্লিতে একাধিকবার সর্বদলীয় বৈঠক হতে পারে, তা হলে পশ্চিমবঙ্গে কেন সর্বদলীয় বৈঠক হবে না? কোরোনা সমস্যার সমাধানে রাজ্য সরকার কি আদৌ আন্তরিকভাবে কাজ করছে ? মতামত তো নিতেই পারে । সবাই সহযোগিতা করছেন । সরকার দেরিতে হলেও এই সিদ্ধান্ত নিয়েছে । ’’