পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আপার সেকেন্ড ফেজ় ভেরিফিকেশনের বিজ্ঞপ্তি কই? কী বলছেন চেয়ারম্যান

২২ ফেব্রুয়ারি আপার প্রাইমারির দ্বিতীয় পর্যায়ের ভেরিফিকেশনের ঘোষণা করে পাবলিক নোটিশ জারি করেছিল স্কুল সার্ভিস কমিশন। সেখানে বলা হয়েছিল, ৬ মার্চ থেকে শুরু হবে এই দ্বিতীয় পর্যায়ের ভেরিফিকেশন। ২৮ ফেব্রুয়ারি ভেরিফিকেশন প্রোগ্রাম সম্পর্কে বিস্তারিত কমিশনের ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে। কিন্তু ২৮ ফেব্রুয়ারি পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত কমিশনের ওয়েবসাইটে দেওয়া হল না ভেরিফিকেশনের নির্ঘণ্ট।

By

Published : Mar 1, 2019, 1:25 PM IST

ফাইল ফোটো

কলকাতা, ১ মার্চ : ২২ ফেব্রুয়ারি আপার প্রাইমারির দ্বিতীয় পর্যায়ের ভেরিফিকেশনের ঘোষণা করে পাবলিক নোটিশ জারি করেছিল স্কুল সার্ভিস কমিশন। সেখানে বলা হয়েছিল, ৬ মার্চ থেকে শুরু হবে এই দ্বিতীয় পর্যায়ের ভেরিফিকেশন। ২৮ ফেব্রুয়ারি ভেরিফিকেশন প্রোগ্রাম সম্পর্কে বিস্তারিত কমিশনের ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে। কিন্তু ২৮ ফেব্রুয়ারি পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত কমিশনের ওয়েবসাইটে দেওয়া হল না ভেরিফিকেশনের নির্ঘণ্ট। কেন ২৮ তারিখ আপারের দ্বিতীয় ফেজ়ের নির্ঘণ্টের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হল না? স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সৌমিত্র সরকার জানাচ্ছেন, টেকনিক্যাল সমস্যার কারণে গতকাল তা প্রকাশ করা সম্ভব হয়নি।

গতকাল প্রায় সারাদিনই দ্বিতীয় ফেজ়ের ভেরিফিকেশন সম্পর্কে জানার জন্য মুখিয়ে ছিলেন প্রার্থীরা। কারণ, প্রথম ফেজ়ে প্রায় ১৭ হাজার প্রার্থীকে ভেরিফিকেশনের জন্য ডাকা হলেও ডাক পাননি বহু প্রার্থী। তাঁদের একমাত্র ভরসা এই দ্বিতীয় ফেজ়ের ভেরিফিকেশন। রাত বাড়ার সঙ্গে সঙ্গে ফেসবুকের বিভিন্ন গ্রুপে উঠতে থাকে প্রশ্ন। কখন দেওয়া হবে দ্বিতীয় ফেজ়ের ভেরিফিকেশন সম্পর্কে বিস্তারিত তথ্য ? এমন কী, রাত সাড়ে ১১টা থেকে এক প্রকার কাউন্টডাউন শুরু হয় বিজ্ঞপ্তির আশায়। রাত ১২টা বাজতে ৯ মিনিট বাকিতেও সেই আশা ছাড়তে পারেননি প্রার্থীরা। কিন্তু, ২৮ ফেব্রুয়ারি পার হয়ে গেলেও প্রকাশিত হয়নি সেই বিজ্ঞপ্তি।

অফিসিয়াল পাবলিক নোটিশ দেওয়ার পরও কেন প্রকাশ হল না এই বিজ্ঞপ্তি ? জানতে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সৌমিত্র সরকারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রথমেই বলেন, "হচ্ছে, হচ্ছে।" তারপর তিনি বলেন, "হয়ে যাবে। টেকনিক্যাল সমস্যা হয়েছিল। আজ বেরিয়ে যাবে।"

ABOUT THE AUTHOR

...view details