পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

KMC-র সেন্ট্রাল স্টোর থেকে লক্ষাধিক টাকার লোহা চুরি

কলকাতা পৌর নিগমের সেন্ট্রাল স্টোর থেকে লক্ষাধিক টাকার সরকারি সরঞ্জাম চুরি যাওয়ার অভিযোগ উঠল ৷ ঘটনায় পুলিশি হেপাজতে রয়েছে 1 যুবক ৷ জিজ্ঞাসাবাদ চলছে ৷

Breaking News

By

Published : Aug 13, 2020, 9:54 AM IST

কলকাতা, 13 অগাস্ট : লক্ষাধিক টাকার লোহার বাতিল যাওয়া সরকারি সরঞ্জাম চুরি ৷ কলকাতা পৌরনিগমের মৌলালি সেন্ট্রাল স্টোর থেকে চুরি যাওয়ার অভিযোগ উঠল ৷ কলকাতা পৌরনিগমের ইঞ্জিনিয়ার ফোরাম কর্মী সংগঠনের তরফ থেকে অভিযোগ করা হয় ৷ বুধবার এন্টালি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ৷ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ ৷ ইতিমধ্যে এক যুবককে পুলিশি হেপাজতে নিয়েছে ৷ তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে ৷

পৌরসভা ইঞ্জিনিয়ার ফোরামের ইউনিয়নের সভাপতি পার্থ গুপ্ত বলেন, "সেন্ট্রাল স্টোর থেকে চুরি গেছে 19 টন লোহার বাতিল যাওয়া সরঞ্জাম ৷ যার আনুমানিক বাজারমূল্য 15 লাখ টাকার অধিক ৷ বাতিল যাওয়া সরঞ্জাম হলেও তা সরকারি সম্পত্তি ৷" তাঁর অভিযোগ, এ বিষয়ে কলকাতা পৌরনিগম কর্তৃপক্ষ উদাসীন ৷ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়নি ৷ বুধবার ফোরাম কর্মী সংগঠনের তরফ থেকে কলকাতা পৌরনিগমের কমিশনের কাছে একটি ডেপুটেশন জমা দেওয়া হয় ৷ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আবেদন জানান হয় ৷

কলকাতা পৌরনিগমের প্রশাসন সদস্য ও বিভাগীয় প্রধান তারক সিং বলেন, "চুরির ঘটনাটি সম্প্রতি নয় ৷ আমফানের সময় হয়েছে ৷ চুরি যাওয়া সরঞ্জামের বাজার মূল্য কত হতে পারে তা বলা সম্ভব নয় ৷ সরঞ্জামগুলি উদ্ধার সম্পর্কে খতিয়ে দেখতে হবে ৷" তাঁর দাবি, মৌলালি সেন্ট্রাল স্টোরের মধ্যে কলকাতা পৌর কর্মীদের কোয়ার্টার রয়েছে ৷ এই চুরির সঙ্গে পৌর কর্মীর ছেলে জড়িত থাকতে পারে ৷

ABOUT THE AUTHOR

...view details