কলকাতা, 25 মে : সন্ধ্যার পর থেকে কলকাতায় শুরু হল ঝড়-বৃষ্টি । পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে 30-40 কিমি বেগে ঝোড়ো হাওয়া বইছে । আগামী 24 ঘণ্টায় রাজ্যজুড়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস ।
কলকাতায় শুরু ঝড়-বৃষ্টি - আলিপুর আবহাওয়া অফিস
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে 30-40 কিমি বেগে ঝোড়ো হাওয়া ও বৃষ্টি ।
আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা মলয় বসু রায়চৌধুরি বলেন, "গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তরদিকে একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে । এর জেরে উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামী 24 ঘণ্টা বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি ও ঝোড়ো হাওয়া দেওয়ার সম্ভাবনা রয়েছে । দার্জিলিং, কোচবিহার, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।" পাশাপাশি আগামীকাল থেকে কলকাতা ও শহরতলিতে আকাশ মেঘলা থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস ।
আগামী 48 ঘণ্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপপ্রবাহের সম্ভাবনা নেই । তবে আদ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে বলে জানায় আবহাওয়া অফিস । তাপমাত্রা সাধারণের তুলনায় দুই-তিন ডিগ্রি বেশি থাকবে । আজ কলকাতায় দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36.5 ডিগ্রি সেলসিয়াস । যা স্বাভাবিকের চেয়ে 1 ডিগ্রি কম । এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.2 ডিগ্রি সেলসিয়াস ।