পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নির্দিষ্ট সময়ের আগেই খুলল শিয়ালদা উড়ালপুল, উঠল যান চলাচলে নিষেধাজ্ঞা - KMDA

মোটের ওপর গতরাতেই শেষ হয়ে গেছিল ওয়েট টেস্টের কাজ । যেটুকু বাকি ছিল তা মিটিয়ে নেওয়া হয় আজ সকালে । বেলা বারোটা নাগাদ কাজ সম্পূর্ণ শেষ হয়ে যায় ওয়েট টেস্টের কাজ ।

খুলে দেওয়া হলো শিয়ালদা উড়ালপুল

By

Published : Aug 18, 2019, 6:34 PM IST

Updated : Aug 18, 2019, 7:50 PM IST

কলকাতা, 18 অগাস্ট: ওয়েট টেস্টের কাজ শেষ । ঠিক ছিল সন্ধ্যা ছ'টা পর্যন্ত চলবে এই টেস্ট । তারপরেই তুলে নেওয়া হবে যান চলাচলে নিষেধাজ্ঞা । কিন্তু, নির্দিষ্ট সময়ের বহু আগেই শেষ হয়ে যায় KMDA-এর কাজ । তা জানিয়ে দেওয়া হয় কলকাতা পুলিশকে । KMDA-র সবুজ সংকেত পাওয়ার পরেই সক্রিয় হয় কলকাতা পুলিশ । তুলে নেওয়া হয় যান চলাচলে নিষেধাজ্ঞা ।

KMDA সূত্রে খবর, মোটের ওপর গতরাতেই শেষ হয়ে গেছিল ওয়েট টেস্টের কাজ । যেটুকু বাকি ছিল তা মিটিয়ে নেওয়া হয় আজ সকালে । বেলা বারোটা নাগাদ কাজ সম্পূর্ণ শেষ হয়ে যায় ওয়েট টেস্টের কাজ । KMDA-র তরফে সেটি জানানো হয় কলকাতা পুলিশকে । কলকাতা পুলিশের ট্র্যাফিক বিভাগ সূত্রে খবর, দুপুর আড়াইটে থেকেই তুলে নেওয়া হয় যান চলাচলে নিষেধাজ্ঞা । পাশাপাশি অন্য রাস্তাগুলিতেও যে সব নিষেধাজ্ঞা ছিল তাও তুলে নেওয়া হয়েছে বলে জানিয়ে দিয়েছে কলকাতা পুলিশ ।

নির্দিষ্ট সময়ের আগেই খুলল শিয়ালদা উড়ালপুল


শহর সচল রাখতে কলকাতা পুলিশের পক্ষ থেকে গত তিন দিন শিয়ালদা উড়ালপুলের আশপাশ দিয়ে চলা সমস্ত ট্রাম বন্ধ রাখা হয় । APC রোড, MG রোড, কলেজস্ট্রিট, বিধানসরণি, রফি আহমেদ কিদোয়াই রোড দিয়ে ট্রাম চলাচল বন্ধ । দক্ষিণ কলকাতা থেকে অর্থাৎ AJC বোস রোড দিয়ে শিয়ালদা স্টেশনে যাওয়ার জন্য চিরাচরিত পথ ব্যবহার করা হয় । কারণ, নীলরতন সরকার মেডিকেল কলেজ ও হাসপাতালের পাশের র‍্যাম্পটি খোলা ছিল । পাশাপাশি খোলা ছিল MG রোডের শাখাটিও । উত্তর থেকে শিয়ালদা স্টেশনে যাওয়ার জন‍্য উড়ালপুলের MG রোড শাখা ধরে আর্মহার্স্ট স্ট্রিট হয়ে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দিয়ে কোলে মার্কেট হয়ে সোজা শিয়ালদা স্টেশনে যেতে দেওয়া হচ্ছিল । আবার রাজাবাজার থেকেও নারকেলডাঙা মেন রোড, ক‍্যানাল ইস্ট রোড, বেলেঘাটা রোড দিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে গাড়ি । বেলেঘাটার বরফ কল থেকে যে বাসগুলো ছাড়ে সেগুলি এই চারদিন রাজাবাজার ট্রাম ডিপো থেকে ছাড়ছিল । পূর্বমুখী যে বাসগুলি বেলেঘাটা কিংবা আরও পূর্ব দিকে যায় সেগুলি APC রোড হয়ে মানিকতলা বা রাজাবাজার থেকে নারকেলডাঙা মেইন রোড দিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছিল । উলটোমুখী গাড়িগুলি একই পথে MG রোড ধরছিল । উত্তর থেকে দক্ষিণের দিকে যে বাসগুলি যায় সেগুলি মানিকতলা ক্রশিং থেকে বিবেকানন্দ রোড আর্মহার্স্ট স্ট্রিট হয়ে বিবি গাঙ্গুলি স্ট্রিট, নির্মল চন্দ্র স্ট্রিট হয়ে লেলিন সরণিতে মিশছিল । এখন আর সে সবের প্রয়োজন নেই । শুরু করে দেওয়া হয়েছে ট্রাম চলাচল । স্বাভাবিক সময় যেভাবে যান চলাচল করে সেই ভাবেই যান চলাচল শুরু হয়ে গেছে শিয়ালদা উড়ালপুলের উপর দিয়ে । পাশাপাশি আর্মহার্স্ট স্ট্রিট, বিবি গাঙ্গুলি স্ট্রিট, কলেজ স্ট্রিট, নির্মল চন্দ্র স্ট্রিট, S N ব্যানার্জি রোড, ক্রিক রো, রফি আহমেদ কিদোয়াই রোডে গাড়ি পার্কিং নিষিদ্ধ করা হয়েছিল । সেই নিষেধাজ্ঞাও তুলে নেওয়া হল । পণ্যবোঝাই গাড়ি চলাচলের ক্ষেত্রে যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল তাও তুলে নেওয়া হয়েছে বলে জানিয়ে দিল কলকাতা পুলিশ ।

Last Updated : Aug 18, 2019, 7:50 PM IST

ABOUT THE AUTHOR

...view details