কলকাতা, 15 এপ্রিল : ঐতিহ্যবাহী সেই লালখাতা। মলাট ওলটালেই প্রথম পৃষ্ঠায় পয়সা ও সস্তিক চিহ্ন আঁকা। কত তার নাম! জাবদা, খতিয়ান, খানাখরচা, ডাকবই। কিন্তু, ওই পর্যন্তই। রোজকার হিসেব এখন আর তাকে রাখতে হয় না। ডিজ়িটালের যুগে তার জায়গা নিয়েছে কম্পিউটার। অগত্যা ঐতিহ্যের মান রাখতে নববর্ষের দিনই দেখা যায় তাকে। আর বাকি সময়ে ঠাঁই সেই কুলুঙ্গিতে।
নববর্ষের দিন হালখাতা কিনে তার পুজো করা নিয়ম। সারা বছরের হিসেব-নিকেশ ওই খাতায় জমা থাকে। তারপর নতুন বছরে ফের নতুন খাতা। কিন্তু যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে গিয়ে গুরুত্ব হারিয়েছে হালখাতা। বাঙালির হালখাতার বাজারে থাবা বসিয়েছে কম্পিউটার। এখন সব হিসেব সেই রাখে। ডিজ়িটালের যুগে তাই লালখাতা টিকে রয়েছে শুধুই নিয়মের প্রশ্রয়ে।