কলকাতা, 22 মে : কোরোনার সংক্রমণ রুখতে লকডাউনের জেরে থমকে গেছে SET পরীক্ষার ফলপ্রকাশের প্রক্রিয়া । কলেজ সার্ভিস কমিশনের চেয়ারম্যান দীপক কর জানান, লকডাউনের জেরে ফলপ্রকাশের প্রক্রিয়া সম্পূর্ণ করা সম্ভব হয়নি । তবে, লকডাউন উঠলেই সেই প্রক্রিয়া সম্পন্ন করে ফল প্রকাশ করায় কোনও বাধা নেই বলেই জানান তিনি ।
প্রতি বছর অধ্যাপক হওয়ার যোগ্যতা নির্ধারণের জন্য স্টেট এলিজিবিলিটি টেস্ট (SET) পরীক্ষা নিয়ে থাকে কলেজ সার্ভিস কমিশন । এই পরীক্ষায় উত্তীর্ণ হলেই পশ্চিমবঙ্গের কলেজ-বিশ্ববিদ্যালগুলিতে সহকারি অধ্যাপক পদের জন্য আবেদন করতে পারেন প্রার্থীরা । 2019 সালের 2 সেপ্টেম্বর প্রকাশিত হয়েছিল 22তম SET পরীক্ষার বিজ্ঞপ্তি । 2 সেপ্টেম্বর থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত প্রায় 62 হাজার প্রার্থী আবেদন করেছিলেন এই পরীক্ষার জন্য । চলতি বছর 19 জানুয়ারি হয় সেই পরীক্ষা । মোট 30টি বিষয়ের উপর পরীক্ষা নেয় কলেজ সার্ভিস কমিশন । কিন্তু, জানুয়ারিতে পরীক্ষা হলেও এখনও পর্যন্ত প্রকাশ হয়নি SET-এর ফলাফল । এ বিষয়ে কলেজ সার্ভিস কমিশনের চেয়ারম্যান দীপক কর বলেন, "আমাদের এই বছর পরীক্ষা হয়েছে । ফলপ্রকাশ বাকি আছে । সেই ফল তৈরির কাজ আমাদের সম্পূর্ণ হয়ে গেছে । আমরা ফলপ্রকাশের জন্য মার্চের প্রথম সপ্তাহে প্রস্তুত হয়ে গেছি ।" কিন্তু, ফল প্রস্তুত হওয়ার পরও ফলপ্রকাশ না করতে পারার জন্য লকডাউনই দায়ি বলে জানা গেছে ।