কলকাতা, 29 সেপ্টেম্বর : নিম্নচাপ অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের জেরে আগামী দু'দিন বৃষ্টির পূর্বাভাস রাজ্যজুড়ে । আগামী 24 ঘণ্টায় মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে অতি ভারী বৃষ্টির সর্তকতা দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস । এছাড়াও উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে । দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং ও আলিপুরদুয়ারে আগামী 24 ঘণ্টায় ভারী বৃষ্টি চলবে । আগামী 24 ঘণ্টায় পশ্চিমের জেলাগুলোতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী 24 ঘণ্টায় দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি হবে ।
রাজ্যজুড়ে আগামী 2 দিন বৃষ্টির সম্ভাবনা
আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস, আগামী 24 ঘণ্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হতে পারে ৷ বিশেষ করে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া , হুগলি, নদিয়া, উত্তর 24 পরগনায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ।
আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস আগামী 24 ঘণ্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হতে পারে ৷ বিশেষ করে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া ,হুগলি, নদিয়া, উত্তর 24 পরগনায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণ-পূর্ব উত্তরপ্রদেশের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে । সেইসঙ্গে নিম্নচাপ অক্ষরেখা রয়েছে পঞ্জাব থেকে অসম পর্যন্ত । এরজেরেই রাজ্যজুড়ে সক্রিয় রয়েছে মৌসুমি বায়ু । মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আগামী 48 ঘণ্টা উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই কম বেশি বৃষ্টি চলবে ।
এদিকে কলকাতায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস ৷ 24 ঘণ্টা পর কলকাতায় পরিমাণ কমলেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে । আকাশ মূলত মেঘলা থাকবে । আগামী 24 ঘণ্টায় কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা 29 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা 24 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে ।