কলকাতা, 19 ফেব্রুয়ারি : কেওড়াতলা মহাশ্মশানে আজ শেষকৃত্য সম্পন্ন হবে তাপস পালের । গতকাল বিকেল পাঁচটা নাগাদ টলিউড অভিনেতার মরদেহ বিমানে উড়িয়ে নিয়ে আসা হয় কলকাতা । আজ সকালে প্রথমে গল্ফগ্রিনের বাড়িতে শায়িত থাকবে তাঁর দেহ ।
সেখান থেকেই আজ সকাল 11টা নাগাদ তাঁকে রবীন্দ্র সদনে নিয়ে যাওয়া হবে । এরপর কেওড়াতলা শ্মশানে সম্পন্ন হবে তাঁর শেষকৃত্য । তবে কিংবদন্তি এই অভিনেতার দেহ স্টুডিয়ো পাড়ায় নিয়ে যাওয়া হবে কি না সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি ।
গতকাল ভোররাতে মুম্বইয়ের এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন টলিউড তারকা তথা প্রাক্তন তৃণমূল সাংসদ তাপস পাল । পরিবারের তরফে জানা গেছে, তিনি স্নায়ুর রোগে ভুগছিলেন বহুদিন । 28 জানুয়ারি গুরুতর অসুস্থ হয়ে পড়েন, রাখা হয় ভেন্টিলেশনে ।
'দাদার কীর্তি' তাঁর পথ চলা শুরু ৷ এরপর একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে । বাংলা ছবির তথাকথিত নায়কের সংজ্ঞাকে ভেঙে 'সাহেব' বাঙালির মনে জায়গা করে নিয়েছিল । এটিই তাঁর জীবনের অন্যতম সেরা ছবি বলে মনে করে সমালোচক মহল । তারপর? আর ঘুরে তাকাতে হয়নি তাঁকে ।
আলিপুর বিধানসভা থেকে দুবার বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছিলেন তাপস পাল । কৃষ্ণনগর থেকে দু'বারের সাংসদ পদে নির্বাচিত হন । বির্তকিত মন্তব্য, চিটফান্ডে জড়িয়ে পড়ার পর থেকে কোথাও যেন নিজেকে গুটিয়ে নিয়েছিলেন তিনি । অন্তরালে চলে যান তাপস পাল । শেষ কয়েকদিন খুব অসুস্থ ছিলেন তিনি । গতকাল থেমে যায় লড়াই ।