কলকাতা, ১ মার্চ : "পুলওয়ামা ঘটনার পর দেশপ্রেমের যে জোয়ার এসেছে তার প্রভাব রাজনীতিতে পড়বে। এখানে যা ঘটে তার প্রভাব রাজনীতিতে পড়ে। আজকে দেশ যখন বদলা চাইছে তখন দেশের কিছু পার্টি, কিছু নেতা পাকিস্তানের সুরে কথা বলছেন। যে জওয়ানরা শহিদ হয়েছেন তাঁদের পরিবারের সদস্যরা যখন বদলা চাইছেন তখন আমাদের মুখ্যমন্ত্রী বা আমাদের বিরোধী নেতারা বলছেন কেন পুলওয়ামার ঘটনা হল? কার দোষ? দেশ যখন পাকিস্তান ও উগ্রপন্থীদের বিরুদ্ধে লড়াই চাইছে তখন তারা দোষীদের খুঁজতেই ব্যস্ত।" আজ মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে একথা বলেন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে আজ ন্যাশনাল লাইব্রেরি অডিটোরিয়ামে রাজ্য BJP-র বৈঠক হয়। বৈঠকে উপস্থিত ছিলেন কৈলাস বিজয়বর্গীয়, অরবিন্দ মেনন, দিলীপ ঘোষ, রাহুল সিনহা, বাবুল সুপ্রিয়, মুকুল রায় সহ রাজ্য শীর্ষ নেতৃত্ব। এছাড়াও বিভিন্ন জেলার জেলা সভাপতি, বিভিন্ন লোকসভা কেন্দ্রের কমিটির আহ্বায়ক, জেলা পর্যবেক্ষকরা এই বৈঠকে উপস্থিত ছিলেন।