পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দেশপ্রেমের জোয়ার এসেছে, রাজনীতিতে প্রভাব পড়বে: দিলীপ - mamta

"পুলওয়ামা ঘটনার পর দেশপ্রেমের যে জোয়ার এসেছে তার প্রভাব রাজনীতিতে পড়বে। এখানে যা ঘটে তার প্রভাব রাজনীতিতে পড়ে। আজকে দেশ যখন বদলা চাইছে তখন দেশের কিছু পার্টি, কিছু নেতা পাকিস্তানের সুরে কথা বলছেন।"আজ মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে একথা বলেন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

দিলীপ ঘোষ

By

Published : Mar 1, 2019, 8:21 PM IST

কলকাতা, ১ মার্চ : "পুলওয়ামা ঘটনার পর দেশপ্রেমের যে জোয়ার এসেছে তার প্রভাব রাজনীতিতে পড়বে। এখানে যা ঘটে তার প্রভাব রাজনীতিতে পড়ে। আজকে দেশ যখন বদলা চাইছে তখন দেশের কিছু পার্টি, কিছু নেতা পাকিস্তানের সুরে কথা বলছেন। যে জওয়ানরা শহিদ হয়েছেন তাঁদের পরিবারের সদস্যরা যখন বদলা চাইছেন তখন আমাদের মুখ্যমন্ত্রী বা আমাদের বিরোধী নেতারা বলছেন কেন পুলওয়ামার ঘটনা হল? কার দোষ? দেশ যখন পাকিস্তান ও উগ্রপন্থীদের বিরুদ্ধে লড়াই চাইছে তখন তারা দোষীদের খুঁজতেই ব্যস্ত।" আজ মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে একথা বলেন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে আজ ন্যাশনাল লাইব্রেরি অডিটোরিয়ামে রাজ্য BJP-র বৈঠক হয়। বৈঠকে উপস্থিত ছিলেন কৈলাস বিজয়বর্গীয়, অরবিন্দ মেনন, দিলীপ ঘোষ, রাহুল সিনহা, বাবুল সুপ্রিয়, মুকুল রায় সহ রাজ্য শীর্ষ নেতৃত্ব। এছাড়াও বিভিন্ন জেলার জেলা সভাপতি, বিভিন্ন লোকসভা কেন্দ্রের কমিটির আহ্বায়ক, জেলা পর্যবেক্ষকরা এই বৈঠকে উপস্থিত ছিলেন।

এই বৈঠকে দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে বলেন, "আমাদের বীর জওয়ানরা উগ্রপন্থীদের ঘাঁটি ধ্বংস করার পর পাকিস্তান ভারতকে কোনও প্রশ্ন করার সাহস পাচ্ছে না। অথচ আমাদের মুখ্যমন্ত্রী বলছেন, পাকিস্তানের কোথায় হয়েছে আক্রমণ ? কটা বোমা পড়েছে? কে মারা গেছে সেই হিসাব চাইছেন। এরা কাদের হয়ে কথা বলছে ভাবতে হবে।"

তিনি আরও বলেন, " যারা আমাদের সমাজের মধ্যে লুকিয়ে থেকে আমাদের সমাজকে কমজোর করার চেষ্টা করছে তাদের খুঁজে বের করতে হবে। তাদের সমাজের সামনে তুলে ধরতে হবে। কোনওরকম সংকোচ করার দরকার নেই। স্বাধীনতার আগে ও পরে আমরা স্বদেশি ও বিদেশি শত্রুর সঙ্গে লড়াই করেছি। আজ ভারতবর্ষের প্রত্যেকটি নাগরিক এর সমাধান চাইছে।"

দিলীপ ঘোষ জেলার কার্যকর্তাদের উদ্দেশে বলেন, "৩ মার্চ প্রতিটি বিধানসভায় বাইক মিছিল হবে। লোকসভা নির্বাচনের আগে এটাই শেষ নির্বাচন কমিটির বৈঠক। তাই এই বৈঠকের বিষয়গুলি বিশেষ ভাবে পর্যলোচনা করুন।"

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details