কলকাতা,10 মে : গতকালই মাধ্যমিকের ফল প্রকাশের তারিখ ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ । আগামী 21 মে প্রকাশিত হবে মাধ্যমিকের ফলাফল । এই মাসেই প্রকাশিত হয়ে গেছে CBSE ক্লাস টেন, টুয়েলভ, ICSE ও ISC-এর ফলাফল । বাকি রয়েছে শুধু উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ । কবে প্রকাশিত হবে উচ্চমাধ্যমিকের ফলাফল? পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ জানাচ্ছে, 2 জুনের মধ্যে ফলাফল প্রকাশ করার চেষ্টা করছেন তাঁরা ।
উচ্চমাধ্যমিকের ফলাফল কবে ? - june
পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ জানাচ্ছে, 2 জুনের মধ্যে ফলাফল প্রকাশ করার চেষ্টা করছেন তাঁরা । গতকালই মাধ্যমিকের ফল প্রকাশের তারিখ ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ ।
পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ
উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের স্পেশাল অফিসার তাপস মুখোপাধ্যায় বলেন, "মাধ্যমিক তো 88 দিনে বের করল । আমাদের তো 88 দিন হচ্ছে 11 জুন । তবে, 2 জুনের মধ্যে আমরা চেষ্টা করছি ।"
উল্লেখ্য, এই বছর উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল 26 ফেব্রুয়ারি । শেষ হয় 13 মার্চ । মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল 8,16,243 । ছাত্রদের তুলনায় ছাত্রী পরীক্ষার্থীর সংখ্যা ছিল 63,413 জন বেশি ।