কলকাতা, 21 জানুয়ারি: স্ট্রোকে মৃত্যু হল 2014 সালের টেট উত্তীর্ণ নট ইনক্লুডেড চাকরিপ্রার্থীর (TET Pass Candidate Died in Stroke) । দীর্ঘদিন দিন ধরে হার্টের সমস্যায় ভুগছিলেন তিনি । তারপর হঠাৎই শুক্রবার মৃত্যু হয়েছে তাঁর । জানা গিয়েছে, 2014 টেট পাশ নট ইনক্লুডেড চাকরিপ্রার্থী সম্রাট মোদকের বয়স পঁয়ত্রিশের কাছাকাছি ।
চাকরির দাবিতে দীর্ঘদিন আন্দোলন করছেন চাকরিপ্রার্থীরা । তাদেরই একজন সম্রাট । বাড়ি নদিয়া জেলার কৃষ্ণনগরের ঘূর্ণিতে। বাবা মারা গিয়েছেন ছোটোবেলায় । একমাত্র বোনের বিয়ে হয়ে গিয়েছে ৷ বাড়িতে রয়েছেন বৃদ্ধা মা । একমাত্র রোজগেরে বলতে ছিলেন সম্রাটই ৷ তবে টেটকাণ্ডে দুর্নীতির জেরে চাকরি না-হওয়ায় অবশেষে টিউশনি করতে থাকেন । সেখানেও তাল কাটে ৷ 2016 সালে তাঁর হার্টে ছিদ্র ধরা পড়ে । বেঙ্গালুরুতে গিয়ে চিকিৎসা ও অস্ত্রোপচার করেন। ধীরে-ধীরে সুস্থ হয়ে উঠে আবারও তাঁর সহ-আন্দোলনকারীদের সঙ্গে যোগ দেন ৷ তবে শেষদিকে আন্দোলনের মাঝে ক্রমশই ঝিমিয়ে পড়ছিলেন তিনি ।
আরও পড়ুন:2014 সালের টেটে প্রশ্ন ভুলের কথা ফের স্বীকার করল প্রাথমিক শিক্ষা পর্ষদ