কলকাতা, 24 ডিসেম্বর: 'বজ্র আঁটুনি ফসকা গেরো' ৷ 2023 সালের টেট পরীক্ষা চলাকালীন সোশাল মিডিয়ায় ভাইরাল হল টেটের প্রশ্নপত্র । বিভিন্ন অ্যাকাউন্টে ঘুরে বেড়াতে দেখা গেল এই প্রশ্নপত্রগুলিকে ৷ যদিও তার সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত । তবে এই ঘটনা প্রকাশ্যে আসতেই ফের প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ার তীব্র আশংকা তৈরি হয়েছে । পরীক্ষার্থীদের দাবি, ভাইরাল প্রশ্ন পত্রের সঙ্গে আসল প্রশ্নের মিল রয়েছে ৷ এরপরেই প্রশ্ন উঠছে শিক্ষা দফতরের নিরাপত্তা নিয়ে ৷
যদিও প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ মানতে নারাজ ৷ তিনি বলেছেন, "আমার কাছে এরকম কোনও অভিযোগ আসেনি ৷ এটাকে প্রশ্নপত্র ফাঁস হওয়া বলব না ৷ পর্ষদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য এটা করা হয়েছে ৷ কারণ 12টায় পরীক্ষা শুরু হয়েছে 1টার সময় সোশাল মিডিয়ায় প্রশ্নপত্র এসেছে বলে আপনারা দাবি করছেন ৷ এতে পরীক্ষার্থীরা কোনও সুবিধা পায়নি ৷ কারণ তারা 11টায় পরীক্ষা কেন্দ্রে ঢুকে গিয়েছে ৷ সব সেন্টারে আমরা চেষ্টা করেছি কড়া নিরাপত্তায় পরীক্ষা নিতে ৷"
শুধু এবার নয়, অতীতেও প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে তোলপাড় হয়েছে রাজ্য । দীর্ঘদিন ধরে বন্ধ ছিল টেট পরীক্ষা ৷ তারপর গত বছরের পর এবার নিয়মমাফিক টেট পরীক্ষা হয়েছে রবিবার । কিন্তু তার মাঝেই এমন ঘটনা কার্যত ফের এই পরীক্ষাকে প্রশ্ন চিহ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে ৷ প্রশ্নপত্র ফাঁসের আশংকা যদি সত্যি হয় ৷ তাহলে আদালতের দ্বারস্থ হতে পারে কোনও পক্ষ ৷ এর ফলে আবারও টেটকে ঘিরে জটিলতার সৃষ্টি হবে বলে মনে করছে সমাজের এক শ্রেণির মানুষজন ।
প্রশ্নপত্র ফাঁসের আশংকা থেকেই টেট পরীক্ষায় এবার আরও কড়াকড়ি হয়েছিল নিরাপত্তা ব্যবস্থা ৷ মেটাল ডিটেক্টর ব্যবহার করা হয়েছে পরীক্ষা কেন্দ্রে ৷ সিসিটিভি নজরদারি চালানো হয়েছে ৷ একই সঙ্গে কোনওরকম ঝামেলা এড়াতে প্রবেশ বাহিরের পথ একটাই করা হয়েছিল ৷ প্রার্থীদের সঙ্গে ব্যাগ তো দূরের কথা, পরীক্ষা কেন্দ্রে প্লাস্টিকের ফাইল বোর্ড জাতীয় কোন জিনিস নিয়ে প্রবেশ করতে দেওয়া হয়নি । ভিতরে ঢোকার মুখেই গেটে মেটাল ডিটেক্টর দিয়ে ভালো করে পরীক্ষা নিরীক্ষা করা হয় ।