পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

TET Agitation: মধ্যস্থতা করতে রাজি, অনশনরত চাকরিপ্রার্থীদের সঙ্গে দেখা করে বললেন সুকান্ত - সুকান্ত মজুমদার

অনশনরত চাকরিপ্রার্থীদের (TET Agitation) সঙ্গে দেখা করতে করুণাময়ীতে গেলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। তিনদিন ধরে চলছে বিক্ষোভকারীদের অনশন (Sukanta meets protesting jobseekers)৷

Tet Agitation: Sukanta Majumdar meets protesting jobseekers
অনশনরত চাকরিপ্রার্থীদের সঙ্গে দেখা করতে গেলেন সুকান্ত

By

Published : Oct 20, 2022, 1:27 PM IST

Updated : Oct 20, 2022, 5:22 PM IST

কলকাতা, 20 অক্টোবর: করুণাময়ীতে টানা তিনদিন ধরে অনশন ও অবস্থান বিক্ষোভ করছেন চাকরিপ্রার্থীরা (TET Agitation)। বৃহস্পতিবার তাঁদের সঙ্গে দেখা করতে গেলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। রাজ্য সরকার চাইলে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় তিনি মধ্যস্থতা করতে প্রস্তুত আছেন বলে জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি ৷

2014 সালের টেট উত্তীর্ণ নন–ইনক্লুডেড প্রশিক্ষিত চাকরিপ্রার্থীরা সল্টলেকের প্রাথমিক শিক্ষা পর্ষদের ভবনের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন । অনশন আন্দোলনে বেশ কয়েকজন অসুস্থও হয়ে পড়েছেন (Sukanta meets protesting jobseekers)৷ আজ সেখানে উপস্থিত হন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার । তিনি চাকরিপ্রার্থীদের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন। তারপর তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, "সরকার চাইলে আন্দোলনকারীদের সঙ্গে আমি মধ্যস্থতা করতে রাজি । কারণ আমি জানি চাকরি পেতে গেলে কত পড়াশোনা করতে হয় । চাকরি পাওয়ার আনন্দ কতটা, আর না পাওয়ার কষ্টই বা কেমন ।"

তিনি আরও বলেন, "2014-র চাকরিপ্রার্থীদের দাবি, সেই সময় প্রকাশিত বিজ্ঞপ্তির ভিত্তিতে নিয়োগ করতে হবে । সরকার একটি বিজ্ঞপ্তির সঙ্গে আরেকটি বিজ্ঞপ্তি মিলিয়ে দিতে পারে না । নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ ছিল না । নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি হয়েছে । শিক্ষামন্ত্রীর বাড়ি থেকে অ্যাডমিট কার্ড পাওয়া যায় কী করে ?"

অনশনরত চাকরিপ্রার্থীরা

আরও পড়ুন:অধিকার আদায়ে অনড় চাকরিপ্রার্থীদের সঙ্গে পুলিশের খণ্ডযুদ্ধ, রণক্ষেত্র সল্টলেক

এ দিন 'টাটাকে রাজ্য থেকে তাড়ানো' প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক মন্তব্যের কড়া সমালোচনা করেন বিজেপির রাজ্য সভাপতি ৷ তিনি বলেন, "আমি কিছু করিনি, নতুন বই লিখবেন এ বার মুখ্যমন্ত্রী । তাঁর মাথা খারাপ হয়ে গিয়েছে । টাটাকে তাড়িয়ে বলছে সিপিএম তাড়িয়েছে ।"

সুকান্তর দাবি, "এই সরকার আর বেশিদিন না ৷ আমাদের সরকার এ বার ক্ষমতায় আসবে । এরা যদি নিয়োগ করতে না পারে তবে আমরা ক্ষমতায় এলে আমাদের সরকার ওদের নিয়োগ করবে ।"

Last Updated : Oct 20, 2022, 5:22 PM IST

ABOUT THE AUTHOR

...view details