পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Calcutta University VC: কলকাতা বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্যের মেয়াদ বাড়ালেন রাজ্যপাল - রাজ্যপাল সিভি আনন্দ বোস

কলকাতা বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্য আশিস চট্টোপাধ্যায়ের মেয়াদ শেষ হয় 20 জানুয়ারি ৷ 2 মাসের জন্য তাঁর মেয়াদ বাড়ালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (Governor CV Ananda Bose) ৷

ETV Bharat
ফাইল ছবি

By

Published : Feb 17, 2023, 4:49 PM IST

কলকাতা, 17 ফেব্রুয়ারি: রাজ্যপাল সিভি আনন্দ বোস এবং রাজ্য সরকারের মধ্যে সম্পর্ক নিয়ে ধোঁয়াশার মধ্যেই শুক্রবার কলকাতা বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী উপাচার্যের মেয়াদ বৃদ্ধি করলেন রাজ্যপাল । একইসঙ্গে উপাচার্য পদ নিয়ে তাঁর অবস্থান স্পষ্ট করলেন তিনি । প্রসঙ্গত, এদিন কলকাতা বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্যের মেয়াদ বৃদ্ধির ফাইলে স্বাক্ষর করার আগে রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নিয়োগের পক্ষেই সওয়াল করেছেন রাজ্যপাল ।

এক্ষেত্রে সিভি আনন্দ বোসের মত, শিক্ষা প্রতিষ্ঠানগুলির উন্নয়ন ও শিক্ষার মান ধরে রাখার ক্ষেত্রে স্থায়ীভাবে উপাচার্য নিয়োগ প্রয়োজন ৷ এদিন কলকাতা বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্য পদে আশিস চট্টোপাধ্যায়কেই কাজ চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন রাজ্যপাল ৷ তবে তা মাত্র দু'মাসের জন্য ৷ জানা গিয়েছে, এদিন উচ্চশিক্ষা দফতরকে একটি নোট পাঠিয়েছেন রাজ্যপাল । সেখানে রাজ্যের অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলিতে স্থায়ী উপাচার্য নিয়োগের পক্ষেই জোর দেওয়ার কথা বলা হয়েছে (interim VC of Calcutta university) ।

সম্প্রতি রাজভবন থেকে একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করে রাজ্যপাল সিভি আনন্দ বোস জানিয়ে দিয়েছিলেন ইউজিসি-র নিয়ম মেনেই তিনি রাজ্যপাল তথা আচার্য হিসাবে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগের বিষয়গুলি দেখছেন । কলকাতা বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী উপাচার্যের মেয়াদ বৃদ্ধির জন্য রাজ্যপালের কাছে ফাইল পাঠিয়েছিল উচ্চশিক্ষা দফতর । সেই ফাইলে স্বাক্ষর করলেও রাজ্যপাল নিজের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন । আচার্য হিসাবে তিনি চাইছেন বিশ্ববিদ্যালয়গুলিতে স্থায়ী উপাচার্য নিয়োগ করা হোক (tenure of interim VC of CU extended) ।

আরও পড়ুন: ডিএ নিয়ে কেন্দ্রকে রিপোর্ট দেবেন, সরকারি কর্মচারীদের আশ্বাস রাজ্যপালের

উল্লেখ্য, কলকাতা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে প্রাক্তন স্থায়ী উপাচার্য সোনালী চক্রবর্তী সরে যাওয়ার পর থেকেই সেখানে অস্থায়ী উপাচার্য হিসাবে রয়েছেন আশিস কুমার চট্টোপাধ্যায় । গত 20 জানুয়ারি তাঁর মেয়াদ শেষ হয়ে গিয়েছিল । এই মেয়াদ শেষের পরেই রাজ্য সরকারের তরফে তাঁর মেয়াদ বৃদ্ধির সুপারিশ করে ফাইল পাঠানো হয় রাজভবনে ৷ এবার সেই ফাইলেই অনুমতি দিলেন রাজ্যপাল ৷

ABOUT THE AUTHOR

...view details