কলকাতা, 28 অগস্ট : শিক্ষক-শিক্ষিকাদের বদলির অনলাইন আবেদন জানানোর জন্য পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দফতর 'উৎসশ্রী' পোর্টাল চালু করেছে 31 জুলাই ৷ শিক্ষক-শিক্ষিকারা আশা করেছিলেন এর মাধ্যমে সহজ প্রক্রিয়ায় বদলির আবেদন জানাতে পারবেন তাঁরা ৷ বাস্তবে তেমনটা হল না বলে অভিযোগ শিক্ষক-শিক্ষিকাদের ৷
পোর্টালে বদলির আবেদন প্রক্রিয়া শুরু হয় ২ অগস্ট থেকে । তাঁদের অভিযোগ পোর্টালটি অসম্পূর্ণ ৷ আবেদনের নিয়মকানুন বিষয়ে একাধিক জটিলতা ও ধোঁয়াশা রয়েছে । এমনকি শিক্ষা দফতরের থেকে তাঁদের কোনও নির্দেশিকা দেওয়া হয়নি বা কী ভাবে এখানে আবেদন করতে হবে, তার নিয়মাবলিও প্রকাশ করা হয়নি । এতে বিভ্রান্ত হচ্ছেন রাজ্যের শিক্ষক-শিক্ষিকারা ৷
31 জুলাই আনুষ্ঠানিক উদ্বোধন হলেও এতদিন পর্যন্ত ছিল 2015-র "দ্য ক্যালকাটা গেজেট"-এর সরকারি নোটিফিকেশনের প্রক্রিয়া অনুযায়ী কাজ চলছিল ৷ এ নিয়ে শিক্ষামহলে জোর তরজার সৃষ্টি হয় । 26 অগস্ট পশ্চিমবঙ্গের শিক্ষা দফতর একটি নোটিস প্রকাশ করেছে । মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির অনিমেষ হালদার বলেন, "এতদিন পরে বিজ্ঞপ্তি প্রকাশিত হল ৷ এখন এই পদ্ধতিতে বেশ কয়েকজন এসএসসির সুপারিশপত্র পেয়ে গিয়েছেন । পোর্টালটিতে বেশ কিছু বিষয়ে চূড়ান্ত বিতর্ক এবং সমস্যা দেখা দিয়েছে । এতে সমস্যায় পড়েছেন আবেদনকারী, বিদ্যালয় প্রধান থেকে ডিআই অফিস পর্যন্ত সবাই । কিন্তু এই বিজ্ঞপ্তিতে সেই জটিলতাগুলো নিরসনের সুনির্দিষ্ট গাইডলাইন দেওয়া হল না ৷ এটা অত্যন্ত দুঃখজনক।"
আরও পড়ুন :Visva-Bharati : উপাচার্যের আপ্তসহায়ক সহ আধিকারিকদের ঘেরাও পড়ুয়াদের, উত্তপ্ত বিশ্বভারতী
অভিযোগ উঠেছে যে সুস্পষ্ট নির্দেশিকার অভাবে শিক্ষক ও শিক্ষাকর্মীদের বদলি প্রক্রিয়া ব্যাহত হচ্ছে। শিক্ষক-শিক্ষাকর্মী-শিক্ষানুরাগী ঐক্য মঞ্চ-এর রাজ্য সম্পাদক কিঙ্কর অধিকারী বলেন, "নির্দিষ্ট লিখিত নিয়মাবলী না থাকায় বিদ্যালয়ের প্রধানদের মধ্যে এই বিষয়কে কেন্দ্র করে মতভেদ দেখা দিচ্ছে । যে যাঁর মতো নিয়ম বানিয়ে কাজ করছেন ।" তিনি জানিয়েছেন বহু ক্ষেত্রে বিদ্যালয় প্রধান সুস্পষ্ট নির্দেশিকার অভাবের কারণে শিক্ষক শিক্ষাকর্মীদের ট্রানস্ফার প্রক্রিয়া সঠিক ভাবে কার্যকর করছেন না । তাই প্রক্রিয়াটি বিশৃঙ্খল অবস্থার দিকে যাচ্ছে । শিক্ষা দফতরের কাছে এই ত্রুটিপূর্ণ পোর্টালটির সমস্যা সমাধানের অনুরোধ জানিয়েছেন তিনি ৷ তিনি বলেন, "দয়া করে সরকারের ঘোষিত এই প্রক্রিয়াটিকে কোর্টের দরজায় নিয়ে যেতে উৎসাহিত করবে না শিক্ষা দফতর । অতি দ্রুত এ ব্যাপারে সমস্ত অস্বচ্ছতা দূর করে স্পষ্ট নির্দেশিকা ঘোষণা করা হোক ।"