কলকাতা, 23 এপ্রিল: কোনওরকম স্বাস্থ্য বা আর্থিক নিরাপত্তা না পাওয়ার অভিযোগ তুলে জরুরি পরিষেবা বন্ধ করে দিল কয়েকটি হলুদ ট্যাক্সি। বিষয়টি জানিয়েছেন বেঙ্গল ট্যাক্সি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিমলকুমার গুহ ।
প্রথম পর্যায় লকডাউন ঘোষণা হওয়ার পরই রাজ্য পরিবহন দপ্তরের নির্দেশানুসারে জরুরি পরিষেবা দিতে শুরু করে কিছু সংখ্যক বাস ও ট্যাক্সি । বেঙ্গল ট্যাক্সি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিমলকুমার গুহ বলেন, "মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দপ্তরে চিঠি পাঠানো থেকে শুরু করে পরিবহন দপ্তর ও মোটর ভেহিকেলসে বারবার এই বিষয়টি জানিয়েছি । কিন্তু কোনও লাভ হয়নি । যে সমস্ত ট্যাক্সি চালক ও কর্মী এই মুহূর্তে জরুরি পরিষেবা দিচ্ছেন তাঁদের কোনওরকম স্বাস্থ্য বিমার আওতায় আনা হয়নি । বেশিরভাগ ট্যাক্সি চালক SSKM, RG কর, ID হাসপাতাল, নীলরতন সরকারসহ আরও অন্যান্য হাসপাতালে পরিষেবা দিচ্ছেন । এমনকী তাঁদের ট্যাক্সিগুলি একবারও নিয়ম মেনে স্যানিটাইজ় করা হয়নি । এই পরিস্থিতিতে যদি কোনও চালকের শারীরিক সমস্যা দেখা দেয় তাহলে তাঁর পরিবারের কাছে আমি কী জবাবদিহি করব? তাই বাধ্য হয়ে আজ থেকে সমস্ত গাড়ি তুলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।"